আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ।

এসো হে বৈশাখ, এসো এসো…… স্বাগত ১৪২ আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ আনন্দ-হিল্লোল, উচ্ছ্বাস-উষ্ণতায় দেশবাসী আবাহন করবে নতুন বছরকে আজ ভোরে দিগন্তের তিমিরে সূর্যোদয়ের প্রথম রশ্মি বিচ্ছুরিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই সূচিত হবে বাংল নববর্ষের তখন থেকেই বৈশাখের সর্বজনীন উৎসব-আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যাবে সারাদেশ, সব বয়সের মানুষকে শহরের রাস্তা উদ্যানে নামবে মানুষের ঢল শুধু তা- নয়, শহর-নগর, গ্রাম-গ্রামান্তর সর্বত্রই বইবে বর্ষবরণের
প্রাণোচ্ছল উৎসব-তরঙ্গ বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জল আনন্দময় উৎসব এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামীর বিনির্মাণে এগিয়ে যাওয়া নতুন বছরে সব অশুভ শক্তির পাপ-তাপ ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে নবপ্রভাতের সূর্য উদিত হোক, বর্ণিল আলোকচ্ছটায় নিঃশেষ হয়ে যাক সব গ্লানি, অশুভ তৎপরতা দীর্ঘশ্বাস এটাই হোক সবার কামনা নববর্ষের প্রথম প্রভাতে আমাদের অগণিত পাঠক, শুভানুধ্যায়ী দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচছা অভিনন্দন

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item