EARTHQUAKE UPDATE:রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৮.১। নেপালে মৃতের সংখ্যা ১,৮০০।

ডেস্ক রিপোর্ট- ফিরে এল ৮১ বছর আগে জানুয়ারির দুপুর৷১৯৩৪-এর সেই ভরদুপুরে নেপাল কেঁপে উঠেছিল এক বিধ্বংসী ভূমিকম্পে রিখটার স্কেলে তার মাত্রা ছিল . নেপাল বিহার মিলিয়ে সেই বছর মারা গিয়েছিলেন কয়েক হাজার মানুষ৷ তারপর ২০১৫, শনিবার দুপুরে নেপালে জন্ম নেওয়া ভূমিকম্প অবশ্য সেই মাত্রা পেরোতে পারেনি৷মার্কিন ভূতত্ত্ব সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ভারতীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে পোখরার লামজুং জেলার লোপজাঙে জন্ম নেওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল . মূল ভূমিকম্পের পরে অন্তত ৬৫ বার আফটার-শকে কেঁপে উঠেছে মাটি দিনের ঘটনার পরেই ভারতের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট দাবি করেছে, ১৯৩৪ সালের পর নেপালের ইতিহাসে এটাই সব থেকে বড় ভূমিকম্পের ঘটনা শনিবারই ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম চালু করে ভারতের বিদেশ মন্ত্রক কন্ট্রোল রুমের নম্বর +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905
(update 9.00)
ভারতীয় অসামরিক বিমান সূত্রে খবর, রবিবার ভোর ৪টে ৪৫ নাগাদ লি-১৭ গ্লোবমাস্টার নামক ভারতীয় বিমান ২৪৭ জন ভারতীয়কে নিয়ে কাঠমান্ডু থেকে পালাম বিমান বন্দরে নামে৷ এই নিয়ে মোট তিনটি বায়ুসেনার বিমান ভারতীয়দের উদ্ধার করে কাঠমান্ডু থেকে ভারতে ফিরিয়ে নিয়ে এল৷
উদ্ধার কাজের জন্য চালু হল নেপালের ত্রিভুবন বিমান বন্দর৷
(update 8.45)

খারাপ আবহাওয়ার জেরে উদ্ধার করা সম্ভব হচ্ছে না এভারেস্টে যাওয়া পর্বতারোহীদের৷এদিকে, নেপাল সরকারের সহায়তায় শনিবার ভারতের পক্ষ থেকে আরও ১০টি বিমান পাঠানো হবে বলে জানানো হয়েছে৷

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item