পঞ্চগড়ের দুই সীমান্তে দুই দেশের বাংলাভাষিদের মিলন মেলা

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি পঞ্চগড়-বাংলা নববর্ষের প্রথম দিনে পঞ্চগড়ের দুই সীমান্তে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী বাঙ্গালিরা ব্যতিক্রমি এক মিলন মেলায় মেতে উঠেন। সীমান্তের কাটাতারের বেড়ার ফাকে উভয় দেশে বসবাসকারি বাংলাভাষিরা দীর্ঘ এক বছর পর পরস্পরের স্বজনদের  কাছে পেয়ে আবেগে আপ্লুত হন।
১৯৪৭ সালে দেশভাগের পর পরই আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় বাংলাদেশ ও ভারতের অনেক মানুষের। ভৌগলিক সীমা
রেখা অতিক্রম করতে পাসপোর্ট ও ভিসার অভাবে যারা যাতায়াত করতে পারেনা তাদের লক্ষ্য থাকে এ দিনটিকে ঘিরে। প্রতিবছর নববষর্র দিন পঞ্চগড়ের অমরখানা সীমান্তে সেই মানুষদের দেখা সাক্ষাতের সুযোগ হয়। এপাশ থেকে ওপাশে বছর ধরে দেখা না হওয়া স্বজনদের সঙ্গে নানা আলাপচারিতায় মেতে উঠেন। একে অপরের সঙ্গে করেন কুশল বিনিময়। অনেকে আবেগে আপ্ল¬ুত হয়ে কেঁদে ফেলেন। নববর্ষের প্রথম দিন আজ মঙ্গলবার বেলা এগারটা বাজার আগেই উভয় দেশের বাংলাভাষী বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে অমরখানা ও মাগুরমারী সীমান্তে। অমর খানা সীমান্তের ৭৪৪ নং মেইন পিলার এলাকার প্রায় ৮ কিলোমিটার ও মাগুরমারী সীমান্তে সীমান্তের ৭৪২ নং মেইন পিলার এলাকাজুড়ে মানুষের উপচেপড়া ভির হয়। বিজিবি ও বিএসএফের সৌজন্যতায় ও কঠোর নিরাপত্তায় উভয় দেশের স্বজনরা দীর্ঘদিন পর নিকটাত্মীয়দের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়ে। আনন্দের মাঝে অশ্রুতে ভরে যায় অনেকের নয়ন। পরস্পর পরস্পরের জন্য উপহার সামগ্রী কাটাতারের উপর দিয়ে বিনিময় করেন। প্রায় পঞ্চাশ হাজার  মানুষের সমাগমে সেখানে অন্য রকম এক পরিবেশ তৈরি হয়। দুপুর ২ টার পর দুই দেশের মানুষের এ মিলনমেলার সমাপ্তি ঘটে। স্বজনদের সঙ্গে দেখা করতে পেরে দুই দেশের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে আরো বেশি সময় ধরে এ সুযোগ দেয়ার দাবি জানান। ঠাকুরগাও জেলার গড়েয়া এলাকার ফুলজান বেওয়া জানান,৪০ বছর পর তার ফুপার সাথে দেখা হয়েছে। দেখার কি যে আনন্দ লেগেছিল বলাই যায়না। সরকারের কাছে জোর দাবী প্রতিবছর যেন এভাবে দেখা স্বাক্ষাত করার সুযোগ করে দেন। একই কথা বললেন,পঞ্চগড় শহরের পেপার বিক্রেতা মোবারক হোসেন, এভাবে ভারতের আত্মীয়র সাথে দেখা স্বাক্ষাতের ব্যবস্থা করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item