কিশোরগঞ্জে কৃষকরা আবাদী জমি বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানির স্বীকার

বিপিএম জয়,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি-
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামে কৃষকরা নারিশ প্রোল্ট্রি এন্ড হ্যাচারী মালিকের কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায়  ভূয়া ওয়ারিশ দিয়ে কৃষকের আবাদী জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ৯জন কৃষকের ১একর ৩৬শতাংশ আবাদী জমি ভূয়া ওয়ারিশরা দখলের হুমকী দিয়েছে।
ঐ গ্রামের কৃষক আব্দুল হামিদ অভিযোগ করে বলেন,নয়ানখাল
মৌজার খতিয়ান নম্বর ১২২ ও দাগ নম্বর ১৫৭ এর ১৫শতাংশ জমি ৪০বছর আগে ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন। জমিটি বিক্রি করার জন্য নারিশ প্রোল্ট্রি এন্ড হ্যাচারীর  কিছু দালাল আব্দুল হামিদকে চাপ দেয়। জমির মালিক জমি বিক্রি করতে রাজি না হওয়ায় দালালরা ভূয়া ওয়ারিশ তৈরী করে। এবং ওই ওয়ারিশরা জমি বিক্রি না করলে জমি দখলে নেয়ার হুমকী দিচ্ছে। কৃষক মোহাম্মদ আলী,জাহদেুল ইসলাম,দুলাল হোসেন ও মশিয়ার রহমান তারা সবাই নারিশ প্রোল্ট্রি এন্ড হ্যাচারীর মালিকের কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ভূয়া ওয়ারিশের মাধ্যমে হয়রানির স্বীকার হচ্ছে। এছাড়াও কৃষক ইয়াহিয়া,আইয়ুব আলী ও লিয়াকত আলী তারা সবাই একই ধরনের স্বীকার হচ্ছেন বলে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছে।

পুরোনো সংবাদ

রংপুর 6131037165506042690

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item