আদম শুমারী ও গৃহগণনা নীলফামারীতে কমিউনিটি রিপোর্ট প্রকাশ

 আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃআদম শুমারী ও গৃহগণনা ২০১১ প্রকল্পের নীলফামারী জেলার কমিউনিটি রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। সোমবার  দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিপোর্ট উপস্থাপন সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। রিপোর্টের সার সংক্ষেপ উপস্থাপন করেন পরিসংখ্যান অফিস নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম।

রিপোর্টে জানানো হয় নীলফামারী জেলায় মোট জনসংখ্যার পরিমাণ ১৮লাখ ৩৪হাজার ২৩১জন । এরমধ্যে পুরুষ ৯লাখ ২২হাজার ৯৬৪জন এবং মহিলা ৯লাখ ১১হাজার ২৬৭জন। সভায় আরও জানানো হয় নীলফামারী জেলায় প্রতি স্কয়ার কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৮৬জন ও প্রতি পরিবারে জনসংখ্যার হার শতকরায় ৪দশমিক ৩৪জন। এছাড়া পুরুষ ও মহিলার অনুপাত হয়েছে ১০১জনে।
সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন রিপোর্ট উপস্থান অনুষ্ঠানে।

পুরোনো সংবাদ

রংপুর 5251408281562140884

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item