দেবীগঞ্জে উৎসবে আনন্দে পহেলা বৈশাখ

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি পঞ্চগড়- ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবে আনন্দে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে দেবীগঞ্জবাসী। সকাল আটটায় বর্ষবরণ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এরপর একে একে বাদ্য-বাজনাসহ গ্রামীণ সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দেবীগঞ্জ পাবলিক ক্লাব,দেবীগঞ্জ থিয়েটার ,দেবীগঞ্জ কলেজ, মহিলা কলেজ, এন.এন.সরকারী বিদ্যালয়,অলদিনী সরকারী বালিকা বিদ্যালয়,রিভারভিউ বালিকা বিদ্যালয়, দেবীগঞ্জ বালিকা বিদ্যালয়, কেজি স্কুল,নিউ এডভান্স কিন্টারগার্ডেন,মডেল প্রাথমিক স্কুল সহবিভিন্ন সংগঠন যোগ দেয় মূল শোভাযাত্রায়।
পরে অডিটরিয়ামে দেবীগঞ্জ থিয়েটারের আয়োজনেঅনুষ্ঠিত হয় “হৃদয় নাচে বৈশাখী সাজে” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলা প্রশাসনের ব্যনারে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে চৈত্র সংক্রান্তী উপলক্ষে দেবীগঞ্জ থিয়েটারের আয়োজনে “মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে শুভ সুচনা ” এবং “টাকা নাগিবে মোক” পথ নাটক ও “বিধবার গায়ে হলুদ” লোক নাটক প্রদর্শন করে অডিটরিয়ামে।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. নুরুজ্জামান এর নিজস্ব ব্যাবস্থাপনায় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার মাধ্যমে সুষ্ঠ ও সুন্দর ভাবে বাংলার আবহমান বাংলার নবর্বষকে বরণ করে নেয় এবং বাঙ্গালীর পথা চালু রাখে।

পুরোনো সংবাদ

রংপুর 8143516960794021896

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item