অবশেষে সৈয়দপুর-ঢাকা বিমান চালু হলো

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ বিগত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অব্যাহত লোকসানের কারণে ঢাকা - সৈয়দপুর –ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে ওই ফ্লাইট বন্ধ ছিল। প্রায় ৮ বছর পর বৃহস্পতিবার বিকালে কেক কেটে ঢাকা - সৈয়দপুর - ঢাকা অভ্যন্তরীণ রুটে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর -কিশোরীগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী।
বিমান বাংলাদেশের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক মো. আবু আহমেদ  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেণ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, নীলফামারী পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থপনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর অফিসের সেলস্ ইনচার্জ রোজিনা ইয়াসমিন।
এরপর প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা কেক কেটে বিমান চলাচলের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সুধীজন ,রাজনীতিবিদ,বিমান যাত্রী,সাংবাদিক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ঢাকা - সৈয়দপুর- ঢাকা অভ্যন্তরীণ রুটে চলাচল করবে উড়োজাহাজটি। টিকেটের মূল্য রাখা হয়েছে তিন হাজার পাঁচ শত টাকা, চার হাজার ও চার হাজার পাঁচ শ’ টাকা। তবে এপ্রিল মাসে বিশেষ ছাড় হিসাবে ২ হাজার ৭শত টাকায় যাত্রীরা এর সুবিধা ভোগ করতে পারবে। বিমান বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক মো. আবু আহ্মেদ জানান, যাত্রী সংখ্যার ওপর ভিত্তি করে আগামীতে বিমান চলাচল আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item