ডোমারে ভালবাসার ফাঁদে বিয়ে করে প্রতারক স্বামীর পলায়ন।

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে প্রেমের ফাঁদে বিয়ে করে স্ত্রী সন্তানকে রেখে প্রতারক স্বামীর পলায়ন। শিশু সন্তানের পিতৃত্বের দাবী নিয়ে লিপি বেগম এখন মানুষের দ্বারে দ্বারে ধরণা দিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা মধ্যপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানাযায়,উক্ত গ্রামের মৃত ময়নুল হকের কন্যা  লিপি বেগম(১৮) সাথে ঢাকা ফতুল্ল্যাহ এলাকার রাজা নীড় গার্মেন্টর্স ফ্যাক্টরীতে চাকুরীরত অবস্থায় একই কোম্পানীর কর্মরত শ্রমিক কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খাঁ মানাবাড়ী এলাকার মোঃ শামসুল হকের পুত্র রাসেল ইসলাম(২২) এর সাথে পরিচয় হয়।
পরিচয়ের এক পর্যায়ে দুজনে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ে। দীর্ঘ ৫মাস সর্ম্পকের এক পর্যায়ে দুজনই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গত ২৭/০৫/২০১১ইং তারিখে লিপির মায়ের বাড়ী ডোমারে ইসলামী সরাসরিয়া মতে বিবাহ হয়। বিাহের পর ২ স্বামী স্ত্রী মিলে ঢাকায় চাকুরী করে ১ বছর সংসার জীবন অতিবাহিত করে। লিপিকে রাসেলের বাবার বাড়ী কুড়িগ্রামে তার বাবা মায়ের কাছে রেখে রাসেল ঢাকার চলে আসে। শশুর বাড়ীতে অনেক কষ্টে নির্যাতন সয্য করে ১বছর কাটিয়ে দিয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। প্রতারক স্বামী স্ত্রী সন্তানের কোনো প্রকার খোজ খবর না নিয়ে আতœগোপন করে। সেই থেকে শুরু হয় শশুর শাশুরী ও ননদ কর্তৃক ২লক্ষ টাকা যৌতুকের চাপ। লিপির মা তা দিতে অপারোকতা প্রকাশ করলে শুরু হয় শারিরিক ও মানুষিক নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে গলা ধাক্কা দিয়ে লিপিকে তাদের বাড়ী থেকে বের করে দেয়। লিপি নির্যাতন সইতে না পেরে এক কাপড়ে শিশু সন্তানকে নিয়ে মায়ের বাড়ী ডোমারে চলে আসে। গত ২ বছর যাবত তার স্বামীর ফিরে আসবে সেই আশার সন্তান বুকে নিয়ে পথ চেয়ে আছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বোড়াগাড়ী ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলার সরনাপর্ণ হয়। তার পরামর্শে বোড়াগাড়ী আইন সহায়তা কেন্দ্রে লিপি বেগম  একটি লিখিত অভিযোগ দায়ের করে। প্রতারক স্বামী অদ্যবদী না আসায় অতি কষ্টে একবেলা খেয়ে না খেয়ে দিনানিপাত করছে। কখোনো বা মানুষের বাড়ীতে অথবা মাঠে ঘাটে কাজ কর্ম করে শিশু সন্তান নিয়ে লিপি বেগম  মানবেতর জীবন যাপন করছে। বিষযটি আশু সমাধানের জোর দাবী জানান লিপি বেগম।

পুরোনো সংবাদ

রংপুর 5171368453860236217

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item