ডোমারে বাল্য বিয়ে হাত থেকে রক্ষা পেলোনা ঝর্না

আনিছুর রহমান মানিক
ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে চেষ্টা করেও বাল্য বিয়ে থেকে রা পেলোনা ৭ম শ্রেনীর ছাত্রী ঝর্ণারানী রায়। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা শিয়াল ডাংঙ্গী এলাকায়। উক্ত গ্রামের ইন্দ্রজিৎ রায়ের কন্যা নিমোজখানা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী ঝর্ণারানী রায় (১৩) সাথে একই ইউনিয়নের নিমোজখানা বাজার
এলাকার ভূপতি রায় শিয়ালুর পুত্র জয় গোপাল রায় (১৭) সাথে স্বাধীনতা দিবসের দিন ২৬ মার্চ সন্ধ্যায় বিয়ের কথা ছিল। খবর পেয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের  ইউপি সদস্য জয়ন্ত বাবু এবং ডাঃ কৃষ্ণ দয়াল রায়কে সাথে নিয়ে ছেলে ও মেয়ের পিতার সাথে কথা বলে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। ২দিন পর যানাযায় এলাকার কিছুু প্রভাবশালী লোকের যোগসাজেসে অন্যগ্রামে গিয়ে রাতের অন্ধকারে গোপনে বিয়ে পড়ানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে দেখা যায় বিয়ের কার্যক্রম শেষ হয়ে গেছে। এবিষয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলীকে জানালে তিনি বলেন আমাকে না জানিয়ে গোপনে বিয়ে দিলে আমার কিছুই করার নাই। সংরতি সদস্য দিপালী রাণী ঘটনা বিষয়টি নিশ্চিত করেন এবং এলাকায় বাল্য বিবাহ বন্ধে সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 235687867228559522

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item