ডোমারে হাতে পিন ঠুকে শিশু নির্যাতন মামলা দায়ের

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ >>
নীলফামারী ডোমারে এক গৃহ পরিচারিকা শিশুকে নির্যাতন করেছে সেনা সদস্য নূরনবীর ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা নূর জাহান আকতার বানু । ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের রেল ষ্টেশন বাজার পাড়া গ্রামে। মামলা সুত্রে যানাযায়,উক্ত গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র সেনা সদস্য নূরনবীর বাড়ীতে প্রতিবেশী তোফা মামুদের কণ্যা সাথী মনি(৯) বিগত ২মাস ধরে  গৃহ পরিচারিকার কাজ করে আসছে। কাজ চলাকালীন অবস্থায় কারণে অকারনে বিভিন্ন সময় শিশু সাথী মনিকে তারা ২ স্বামী স্ত্রী মিলে শারিরিক ও মানুষিক নির্যাতন করে।
এরই কারণে সাথী মনি গত কয়েকদিন ধরে তাদের  বাড়ীতে কাজে আসছিলনা। সেই কারণে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় অদ্য গত ০২/০৪/২০১৫ইং তারিখ বৃহস্পতিবার সকালে নুরনবীর শ্যালীকা মোজাফ্ফর হোসেনের কন্য স্মৃতি আক্তারের সহযোগিতায় পরিকল্পিত ভাবে সাথী মনিকে তাদের বাড়ীতে খেলার কথা বলে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে রাখে। স্মৃতি তাদের ফোনে ডেকে নিয়ে আসে। সাথী মনি তাদের বাড়ীতে চুরি করতে এসেছে বলে অপপ্রচার চালায়। সাথী মনির কোমরে ও হাতে পায়ে রশি দিয়ে বেধেঁ বেধর মারপিট করে। পরে  নূরনবী সাথী মনির আঙ্গুলের ভিতরে রুলপেন্সিল ঢুকিয়ে দিয়ে চাপ দিতে থাকে। এবং নুরনবীর স্ত্রী নূর জাহান আকতার বানু সাথীর শরিরে ও হাতের আঙ্গুলে আলপিন দ্বারা ফুটো করে। সাথীর আতœচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। অবস্থা বেগতীক দেখে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে সাথী মনির ভাই মোঃ আসাদ বাদী হয়ে ডোমার থানায় স্বামী স্ত্রী ২জনকে আসামী করে মামলা নং-৩ ,তারিখ- ০৪/০৪/২০১৫ইং দায়ের করে । এবিষয়ে নুরনবী জানান,সাথী মনি পূর্বে আমাদের বাড়ীতে কাজ করতো বিভিন্ন সময় বাড়ী জিনিস পত্র হারিয়ে যাওয়ায় কাজ থেকে বাদ দিয়েছি। তার পরেও জিনিষ পত্র হারিয়ে যায় সেইদিন চোর ধরার জন্য আমার শ্যালিকা স্মৃতিকে গোপনে ঘরে লুকিয়ে রেখে আমরা বাহিরে যাই সেই সুযোগে সাথী মনি ঘরে প্রবেশ করা মাত্রই স্মৃতি ঘরের দরজা আটকে আমাদের খবর দেয়। আমরা এসে সামান্য শাসন করেছি মাত্র পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করলে তারা তাকে দিয়ে নাটক সাজিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করে। ডোমার থানার ওসি(তদন্ত) আইয়ুব আলী মামলা নথিভূক্তর বিষয়টি নিশ্চিত করেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবে বলে তিনি জানান।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item