জলঢাকা পৌরসভায় লটারীর মাধ্যমে কাজ বন্টন

মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকা পৌরসভা মিলনাতায়নে বৃহস্পতিবার সকাল ১০টায় অংশগ্রহনকারী সকল ঠিকাদারের উপস্থিতিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে কাজ পেয়েছেন ঠিকাদাররা। ২০১৪-২০১৫ অর্থ বছরে এডিবির অর্থায়নে ১৯ এপ্রিল পৌরসভা কর্তৃক আবেদনকৃত ২য় পর্যায়ের টেন্ডারের দাখিলকৃত দরপত্র সমুহের ৪৮ লক্ষ ৯ হাজার ৪ শত ৭০ প্রাক্কলিক মুল্যের ২২ জন ঠিকাদারের অংশ গ্রহনের মধ্যে লটারীর মাধ্যমে ভাগ্যবান ১১ জন ঠিকাদার কাজ পেয়ে যান। কাজগুলোর মধ্যে কালভার্ট, রাস্তা, ইউড্রেন, মাটির কাজও রয়েছে। মেয়রের উপস্থিতিতে কাজ গুলি বন্টন করা হয়। মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, আমি স্বচ্ছতা জবাব দিহিতা ও এলাকার উন্নয়নের কথা বিবাদ সংঘর্ষ এড়ানোর কথা ভেবে এ
লটারীর আয়োজন করেছি। বিজয়ী ঠিকাদারদের মধ্যে রাজু মেটাল-দেলোয়ার হোসেন, মেসার্স মিজান ট্রেডার্স, জিকরুল ইসলাম জিকু শফিকুল ইসলাম সবুজ এরা কাজ পেয়ে যেমনি খুশি অপরদিকে পরাজিত মেসার্স নুর ট্রেডার্স স্বত্ত্বধিকারী নুর ইসলাম রোকনুজ্জামান চৌধুরী, মইনুল ইসলাম এরা কাজ না পেয়েও লটারী হওয়ায় এবং পরিবেশ ভালো থাকায় তারা বেজায় খুশি।

পুরোনো সংবাদ

রংপুর 2588129173908051061

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item