পিরোজপুরে অধ্যাপক নির্যাতন প্রতিবাদে নীলফামারীতে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারী সরকারী কলেজের শিক্ষকরা নীলফামারীতে কর্মবিরতী ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। পিরোজপুরে ভান্ডারিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন। নীলফামারী সরকারী কলেজের প্রশাসনিক ভবনের সম্মুখে আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে শিক্ষকদের পাশাপাশি কলেজের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী সরকারী কলেজ ইউনিটের সভাপতি ও কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম। বক্তব্য দেন উপাধ্যক্ষ মোঃ দিদারুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ওয়ায়দুল আনোয়ারসহ সহকারী অধ্যাপক বাবুল হোসেন প্রমুখ। বক্তারা পিরোজপুর জেলার ইউএনও এবং সহকারী কমিশনার(ভুমি) কর্তৃক ভান্ডারিয়া সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে তীব্র ক্ষোভ  নিন্দা জ্ঞাপন করে অতি দ্রুত শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণের সরকারের কাছে দাবি জানান। মানববন্ধন কর্মসুচী ছাড়াও দিনব্যাপী কর্মবিরতী পালন করেন কলেজের শিক্ষকরা। এদিকে অনুরুপ কর্মসুচী পালন করেন নীলফামারী সরকারী মহিলা কলেজের শিক্ষক কর্মচারীরা। কলেজ গেটে মানববন্ধন কর্মসুচীতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4717324933689608859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item