পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলাপ্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের ঘাগড়া বিওপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিউল হক (৩৫) নামের এক বাংলাদেশী গরু চোরাকারবারি নিহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে  জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বিজিবি’র ঘাগড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৫০ এর ১৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিউল হক জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের শ্যামপাড়া গ্রামের সমিজ উদ্দীনের ছেলে।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিমউদ্দীন জানান,  শনিবার ভোরে ঘাগড়া সীমান্ত দিয়ে একদল গরু চোরাকারবারির সাথে সামিউল হক ভারতের বেরুবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন মমিনপাড়া সীমান্তে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)  তাদের লক্ষ করে গুলি ছুড়লে চোরারকারবারি সামিউল  ঘটনা স্থলেই গুরুতর  আহত হন। পরে  তার সাথে থাকা অন্যান্য চোরাকারবারিরা তাকে উদ্ধার করে বাংলাদেশে এনে গোপনে চিকিৎসার ব্যাবস্থা করার সময় তার মৃত্যু হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. আরিফুল হক বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু চোরাকারবারি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item