পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানে নারীদের লাঞ্চনা ও যৌন নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তরে বুধবার সকাল ১১ টা থেকে পহেলা বৈশাখে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারীদের লাঞ্চনা ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে ।  এক ঘন্টা ব্যাপী পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন ও সমাবেশ শেষে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে সমাবেশে নীলফামারী পেশাজীবী ফোরামের সভাপতি ও মানবাধিকার কর্মী এ্যাড. লায়লা আরজুমান আরা ইতির সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দৌলত জাহান ছবি, সচেতন নাগরিক কমিটি(সনাক) সদস্য নাছিমা আক্তার, জঙ্গিবাদ ও সম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের আহবায়ক অধ্যক্ষ সারওয়ার মানিক, উদীচী শিল্পি গোষ্ঠি সদস্য  আবুল মনসুর ফকির ও আরডিআরএস নীলফামারীর উর্দ্ধতন নারী উন্নয়ন কর্মকর্তা সেলিনা আখতার প্রমুখ। #ছবি ক্যাপসন, নীলফামারীঃ পহেলা বৈশাখে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারীদের লাঞ্চনা ও যৌন নির্যাতনের প্রতিবাদে বুধবার দুপুরে নীলফামারীতে মানববন্ধন হয়।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item