ডোমার পি ডি বি বিদ্যুৎ বিভাগের ভৌতিক বিল প্রদানে অতিষ্ট

আবু ছাইদ,চিলাহাটী প্রতিনিধি (ডোমার, নীলফামারী )ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী (পি ডি বি)র দীর্ঘদিন যাবত আবাসিক, সেচ, ুদ্র কলকারখানায় প্রতি মাসের ভৌতিক বিলের কারণে আজ এলাকা বাসি অতিষ্টীত হয়ে পড়েছে। অপর দিকে ২৪ ঘন্টায় ২০ ঘন্টা লোড শেডিং থাকার পরেও প্রতিটি আবাসিক এলাকার প্রতিমাসের বিলে আকষ্মিক ভাবে বিদ্যুত ব্যবহারের চেয়ে ২০ গুন বেশী খরচ দেখিয়ে গ্রাহকদের হাতে বিল পরিশোধের জন্য বিল রশিদ প্রদান করে যাচ্ছে।
অথচ প্রতিদিন শত শত অভিযোগকারী ডোমার পি ডি বির অফিস কার্যালয়ে গিয়ে অভিযোগ দায়ের করার পরেও কর্তৃপ এর কোন সুরাহা টানতে পারেনি। অপর এক সুত্রে জানা গেছে ডোমার উপজেলায় প্রায় ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক থাকলেও অবৈধ বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ৫ হাজার। এই ৫ হাজার বিদ্যূৎ গ্রাহকের বিদ্যুতের কারণে বৈধ বিদ্যুৎ গ্রাহকরা লোড শেডিং এর মত যন্ত্রনাদায়ক বিপদে পড়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 1428118976943201623

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item