ডোমারে আশার ৩দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ- নীলফামারীর ডোমারে আশা সংস্থার সহযোগিতায়  ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। ৮মার্চ রবিবার সকালে আশা-ডোমার ২ ব্রাঞ্চ কার্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি অধ্যাপক খায়রুল আলম বাবুল,সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি ডোমার,আশা রিজিওনাল ম্যানেজার মাসুদুল হোসেন নীলফামারী, শফিকুর রহমান ডোমার,রাম প্রসাদ শর্মা স্যানিটেশন প্রোগ্রাম, আশা ডোমার ২ ও ১ এর ব্রাঞ্চ ম্যানেজার আমির আলী সরকার,আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার রাজিউর রহমান, রশিদুল ইসলাম প্রমুখ। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত ফিজিওথেরাপী ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানের দায়িত্বে আছেন ডাঃ এ রহমান(বিপিটি,এমপিএইচ,পিজিটি) কলিকাতা,ডাঃ গোলামুন্নবী স্বপন(বিপিটি)ঢাকা। আশা সংস্থার সুবিধাভোগী রোগী ছাড়াও উদ্বোধনী দিনে এলাকার মোট ৮০ জন রোগী চিকিৎসা গ্রহন করেন। আশা অত্র এলাকায় ক্রেডিট প্রোগ্রাম এর পাশাপাশি স্বাস্থ্য সেবা,গর্ভবতী মায়ের পরিচর্চা,স্যনিটেশন ব্যাবস্থা ,শিা কর্মসূচী দীর্ঘদিন ধরে সফলতার সাথে বাস্তবায়ন করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আশা কর্তৃক আয়োজিত ফিজিওথেরাপী ক্যাম্পে এলাকার ব্যাপক রোগী চিকিৎসা সেবা পাওয়ায়  উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে অতিথিগণ জানান।

পুরোনো সংবাদ

রংপুর 4053477637640563893

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item