চিলাহাটি মার্চেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

আশরাফুল হক কাজলঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৫/০৩/২০১৫ইং বেলা ১১ টায় চিলাহাটি  গার্লস স্কুল এন্ড কলেজের হল রুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার মানউন্নয়েনের লক্ষ্যে আয়োজিত সভায় শিশু শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং সম্মানীত অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
ভোগডাবুরী ও কেতকীবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি। অত্র প্রতিষ্ঠানের নির্মানাধীন বিল্ডিং ও ক্যান্টিন নিয়ে জটিলতা সৃষ্ঠি উপলক্ষ্যে বক্তারা বলেন- উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিফিন পিরিয়ডে খাওয়ার সুবিধার্থে চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ক্যন্টিন নির্মানের জন্য ধন্যবাদ জানান। প্রতিষ্ঠানের উন্নয়ন প্রশ্নে বক্তারা বলেন বর্তমান প্রধান শিক্ষিকা অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ঘটছে। ফলাফল, উপস্থিতি, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বিগত দিনের চেয়েও বর্তমানে স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক বর্তমান প্রধান শিক্ষিকার অপসারনের বিষয়টিকে বিভিন্ন অভিভাবক ঘটনাটি একটি কুচক্রের মদতে উন্নয়নের ধারাবাহিকতাকে বিনিষ্ঠ করার পায়তারা চালাচ্ছে। এ ব্যাপরে বক্তব্য রাখেন চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মুরাদ আলী প্রামানিক, রকিব হোসেন রন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন, মজিবুল ইসলাম, দেলোয়ার হোসেন, চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিক এ আই পলাশ এবং বিভিন্ন অভিভাবকবৃন্দ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলী।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5778499566385101454

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item