ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিশু সহ আহত ৩

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিশু সহ আহত ৩ জন।ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারোবিশা বামুনিয়া(লালবাজার) জামাল পাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়,উক্ত গ্রামের মৃত বুচা মামুদের পুত্র তছির উদ্দীনের প্রথম স্ত্রী অসুস্থ থাকার কারণে বিগত ৩০ বছর পূর্বে মোছাঃ মোর্শেদা খাতুন কে ২য় বিবাহ করে। তছির উদ্দীনের  প্রথম স্ত্রীর ৭টি সস্তান  রয়েছে।
অপরদিকে ২য় স্ত্রী মোর্শেদা বেগমের তার স্বামীর ঐরষে ৩টি সন্তান জন্ম দেয়। এমোতাঅস্থায় মোর্শেদা তার স্বামীর পৈৗত্রিক বসত বাড়ীতে ৩ সন্তান নিয়ে ঘড় সংসার করে আসছে। এদিকে তছির উদ্দিন তার জীবতদশায় মোর্শেদার ৩ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হেবাবীল দলিল মূলে ৩৪ শতক আবাদী জমি ও ৮শতক বসত ভিটা মোট ৪২ শতক জমি মোর্শেদাকে লিখে দেয়। কিন্তু মোর্শেদার স্বামীর বড় স্ত্রীর সন্তানেরা দির্ঘ দিন উক্ত জোত জমা আতœসাতের জন্য মোর্শেদা ও তার সন্তানদের উপর অন্যায় অত্যাচার কওে আসছে।এরই ধারাবাহিকতায় গত ১৮মার্চ বুধবার সকালে তছির উদ্দিনের বড় স্ত্রীর সন্তানেরা দুলাল ,আনিছুর,সোনা বানু, হেনা বেগম,জামাই আব্দুল খালেক সকলে মিলে পরিকল্পিত ভাবে  দলবদ্ধ হয়ে লাঠি শোটা নিয়ে তাদের সৎ মা মের্শেদাকে  রান্না ঘড় হতে টানা হেঁচরা করে আঙ্গিনায় আনিয়া হাতে কলম ধরে দিয়ে ষ্টাম্প ও দলিলে জোর পূর্বক সাক্ষর করতে বলে। মের্শেদার আতœচিৎকারে তার কন্যা কমলা বেগম মাকে বাচাঁতে এগিয়ে এলে তছির উদ্দিনের বড় স্ত্রীর সন্তানগণ তার সৎমা ও বোনকে  লঠি ও বাশেঁর কঞ্চি দ্বারা এলোপাথারী ভাবে বেধর মারপিট করে।এবং মোর্শেদা নিরুপায় হয়ে জীবন বাচাঁর তাগিতে বিভিন্ন ধরণের ষ্টাম্প ও দলিল পত্রে আনুমানিক ১৫ হইতে ২০টি স্বাক্ষর করেন বলে তিনি অভিযোগ করেন। তাদের আঘাতে কমলা ও তার ১ বছরের শিশুকন্যা গুরুত্বও আহত হয়। পরে তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক ভবনে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন জানান,মোর্শেদার তার স্বামীর কাছথেকে গোপনে জমির দলিল করে নেয় এবং তা ফেরত দেয়ার কথা ছিল তাই স্বাক্ষও নেয়া হয়েছে। তছির উদ্দিন বলেন,আমার স্ত্রী সন্তানের ভবিষ্যতের জন্য আমি নিজেই তাদের এ জমি লিখে দিয়েছি। কারণ আমার মৃত্যুর পরে তাদের আমার বড় স্ত্রীর সন্তানেরা বাড়ী থেকে বের করে দিতে পারে। দলিল পত্রে জোর পূর্বক সাক্ষর নিয়ে তাদের বাড়ী থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বলে জানান ভূক্তভূগীরা। এ রিপোর্ট লিখা পর্যন্ত ডোমার থানায় মামলার প্রস্তুত্তি চলছে বলে জানা যায়।

পুরোনো সংবাদ

রংপুর 570529793512823060

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item