ডোমারে জোড়া খুনের বাদীকে হুমকির অভিযোগ

আনিছুর রহমান মানিক ডোমার(নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডোমারে ২ ভাই হত্যা মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগ। অভিযোগ সুত্রে জানাযায়, গত ১৯ জানুয়ারীর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি খামাত পাড়া গ্রামের মৃত আলহাজ্ব জামিলার রহমানের পুত্র জাহিদুল/জাহাঙ্গীর ২ভাইকে  ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে
তাদের সদয় ভাই। এবিষয়ে নিহিতের ভাই ইদ্রিস আলী বাদী হয়ে ১২ জনকে আসামী করে ডোমার থানায় হত্যা দায়ের করে মামলা নং-১০,তারিখ-১৯/০৯/১৫ইং। তাদের মধ্যে ২০ জানুয়ারী রাতে উক্ত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আব্দুল লতিফ বাবুল কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। অপরদিকে মামলার বাদী কে মুঠো ফোনে ও লোকের মাধ্যমে মামলা তুলে নেয়ার জন্য নানা ভাবে আসামীগণ ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে বাদী ইদ্রিস আলী অভিযোগ করেন। প্রতিবেশী প্রত্য্যদর্শী তারা বেগম বলেন ঘটনার দিনে জাহিদুল ও জাহাঙ্গীর জমিতে রোপা রোপন করতে গেলে অর্তকিত ভাবে আনোয়ার,আনারুল,আনিছুর,রবিউল দলবদ্ধ ভাবে জাহিদুল ও জাহাঙ্গীর কে ধারালো অস্ত্র দিতে অঘাত করতে থাকে তাদের আঘাতে ঘটনা স্থলে দু ভাইয়ের মৃত্যু হয়। আমরা বাচাঁও বাচাঁও বলে চিৎকার করিতে থাকি। তারা দ্রুত স্থান ত্যাগ করে। নিহত জাহিদুলের ছেলে মাহাবুব জানান,আসামীগণ প্রায় আমাকে হুমকি দিয়ে আসছে,মামলা তুলে না নিলে আমার বাকী তিন ভাইকেও মেরে ফেলবে বলে সাব জানিয়ে দেয়। আমি ও আমার পরিবারবর্গ নিরাপত্তা হীনতায় ভূগছি। আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান নিহতের পরিবার। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এআই জাকির হোসেন জানান,মামলার তদন্ত অব্যাহত আছে,আসামি গ্রেফতারে বাদী পরে সহযোগিতা কামনা করেন।।      

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item