ডিমলায় তিস্তায় জেগে ওঠা চরে ভুট্টার বাম্পার ফলন

সেচ সংকটে কমেছে ধানের আবাদ, বেড়েছে ভুট্টার চাষাবাদ

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ তিস্তার জেগে ওঠা চর সহ ডিমলায় রেকর্ড পরিমান জমিতে ভুট্টার আবাদ হয়েছে। সেচ সংকটের কারনে সেচ নির্ভর ইরি বোরো ধানের আবাদ কমেছে। আবহয়া প্রতিকুল থাকায় এবারে ভুট্টার ফলন ভালো হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন ভুট্টা চাষীরা। বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগের শিকার না হলে রেকর্ড পরিমান ভুট্টা ঘরে তোলার আশা করছেন তারা। কুষি অফিস জানায় চলতি মৌসুমে এবছর ইরি বোরো চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩ হাজার ৩শ হেক্টর জমিতে, উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫ হাজার ২৫ মেঃটন ধান কিন্তু বাস্তবে সরেজমিনে ঘুরে দেখা গেছে গত বছর সেচ কার্যক্রম তিস্তার পানি চরম সংকট দেখা দেওয়ায় বিপর্যায়ের মুখে পরে সেচ কার্যক্রম ফলে কৃষকরা ব্যপক খতিগ্রস্থ হওয়ায় এবার অল্পসংখ্যক জমিতে ইরি বোরো ধান আবাব করেছে। বিপরীতে ঐসকল জমিতে ধানের বিকল্প হিসেবে ভুট্টার চাষাবাদ করা হয়েছে। পাশাপাশি তিস্তার জেগে ওঠা সবগুলো চরে রেকর্ড পরিমান ভুট্টার চাষাবাদ করা হয়েছে। কৃষি অফিস সূত্রে জানাগেছে চলতি বছর ডিমলায় ভুট্টা চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ হাজার ৬৮২ হেক্টর জমিতে এর উৎপাদন ধরা হয় ৪০ হাজার ৩৪৫ মেঃটন ভুট্টা কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ল্যমাত্রা দ্বিগুন পরিমান জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে প্রতিকুল আবহওয়া থাকায় ভুট্টার ফল ও বাম্পার হয়েছে। সরেজমিনে তিস্তার চর এলাকা গুলোতে গিয়ে ঘুরে দেখা গেছে, তিস্তা নদীর জেগে ওঠা সব গুলো চরে রেকর্ড পরিমান ভুট্টার চাষাবাদ করা হয়েছে। তিস্তায় জেগে ওঠা চর গুলো হচ্ছে পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝারসিংহেস্বর, পূর্ব ছাতনাই, খগা খবিবাড়ী ইউনিয়নের দোহলপাড়া, কিসামতের চর, কিসামত ছাতনাই, টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী, দনি খড়িবাড়ী, উত্তর খড়িবাড়ী, টাবুরচর, ফকতের চর, ভাসানের চর, চর খড়িবাড়ী, খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা, পশ্চিম বাইশ পুকুর, পূর্ব বাইশ পুকুর, সতিঘাট, ডালিয়া এবং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা ভেন্ডাবাড়ী ও ফরেষ্টের চর। কৃষকরা আশা করছে ফসল ওঠা পর্যন্ত আবহওয়া প্রতিকুল ও প্রকৃতিক কোন বড় ধরনের দুর্যোগ  নাহলে অতিতের চেয়ে রেকর্ড পরিমান ভুট্টা ঘরে তুলতে পারবেন।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 2236510891335432680

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item