হরতাল-অবরোধে দোকান খোলা, ক্রেতা নেই, দোকানদারের মাথায় হাত

আবুছাইদ,চিলাহাটি (নীলফামারী)প্রতিনিধি ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে গত দুই মাস থেকে জন মানুষের ভিড়ের দৃশ্য বদলে গেছে। গত প্রায় দুই মাস যাবত অবরোধ ও হরতালে জন মানুষ শূন্য ও ক্রেতা শূন্য হয়ে পড়েছে। চিলাহাটি শহর সহ পাশাপাশি প্রতিটি হাট বাজারের দোকানগুলোতে খদ্দেরও নেই দোকানদারের কর্মব্যস্ততাও নেই। দোকানদার ও ব্যবসায়ীদের ভাষ্য, চিলাহাটিতে কম করে ১ হাজার দোকান রয়েছে। এই দোকানগুলোতে সাধারণ সময়ে যে বিক্রয় হতো হরতাল ও অবরোধের ফলে আজ সেই বিক্রয়ের পরিমাণ সিকি অংশে পরিনত হয়েছে। হাট বাজারগুলোতে ঘুরে ল্য করা যায় বেচা কেনার এই অধঃপতনের ফলে অনেক ব্যবসায়ী তাদের দোকান পাট ব্যবসা বানিজ্যের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রেখেছেন। এমনকি কেহ কেহ দোকান গুলে রেখেছে ঠিকই কিন্তু পুজি হারিয়ে কপালে হাত দিয়ে পথে বসার উপক্রম হয়েছে। যারা দোকান ঘর ভাড়া করে দোকান পাট ব্যবসা বানিজ্য করে তারা দোকান ভাড়া ও ইলেকট্রিক বিলতো দুরের কথা পরিবারের লোকজনকে দুই বেলা দুই মুঠো অন্ন তুলে দিতে পারছে না। সরেজামিনে গিয়ে দেখা গেছে। কাপড়, জুতা, কসমেটিক, জুয়েলারী, ক্রোকারিজ, সহ সবগুলো দোকানের অবস্থায়ই একই। কাসটমার বিহীন অবস্থায় দোকানদার তীর্থের কাকের মত চেয়ে বসে আছে। কখন লী ঘরে আসবে। দোকানদারের ভাষা, দেশের রাজনৈতিক অস্থিরতার কারনে ব্যবসায়িরা ব্যপক তিগ্রস্থ হচ্ছে। দুই নেত্রী জনগনকে সাথে নেয়ার কথা বলছে ঠিকই কিন্তু কেউই জনগনের দুঃখ কষ্টের কথা ভাবছে না। সাধারণ ব্যবসায়িরা তাদের কথা ভাবতে সরকার ও বিরোধী দলীয় নেত্রীর প্রতি জোর অনুরোধ করেছেন। 

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item