নীলফামারী শহরে তিনটি ককটেল বিষ্ফোরন

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) জেলা  প্রতিনিধি, নীলফামারী॥ বিএনপির নেতৃত্বে ২০ দলের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে শান্ত শহর নীলফামারীতে  বিকট শব্দে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার  (০১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

 প্রত্যক্ষদর্শীরা জানায় রাত পনে ১২টার দিকে একটি মটরসাইকেল যোগে এসে দুই যুবক শহরের প্রথমে চৌরঙ্গী মোড়ের সোনালী ব্যংকের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরন ঘটিয়ে  তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষন পর ওই দুই যুবক ডিসির বাসভবনের সামনের সড়ক ধরে গিয়ে পিটিআই-র মোড়ে একটি  ককটেল বিস্ফোরন ঘটায়। এরপর তারা মটরসাইকেল যোগে আনন্দবাবুর পুল হয়ে জলঢাকা সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় আনন্দবাবুর পুলের মাথায় আরেকটি ককটেল বিস্ফোরন করে। এ নিয়ে তারা তিনটি ককটেল বিস্ফোরন ঘটিয়েছে।এ ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও কাউকে চিহিৃত বা গ্রেফতার করতে পারেনি।সদর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি  নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে, হরতাল-অবরোধের মধ্যেও কোলাহল মুখর শহরে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুরোনো সংবাদ

রংপুর 3221992817838257167

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item