ডোমারে ব্র্যাকের সহযোগিতায় স্বামীর সংসারে ফিরে গেলেন সবিতা রাণী।

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ- নীলফামারী ডোমারে ব্র্যাকের সহযোগিতায় স্বামীর সংসারে ফিরে গেলেন নির্যাতিতা গৃহবধু সবিতা রাণী। স্বামী শশুর শাশুরীর নির্যাতনের শিকার সবিতা রাণী নতুন করে জীবন ফিরে পাওয়ায় আনন্দের যেনো শেষ নেই। অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা এলাকার বাবু শ্রী পদ রায়ের কন্যা সবিতা রাণীর বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা টোলের ডাঙ্গা আশ্রম পাড়া গ্রামের রশিক চন্দ্র রায়ের পুত্র উপেন চন্দ্র রায়ের সাথে সনাতন ধর্ম অনুযায়ী গত ডের বছর পূর্বে বিবাহ হয়।বিবাহের ১বছর সংসার জীবন না পেরতেই শুরু হয় যৌতুকের ৭৫ হাজার টাকা মটর সাইকেল চাওয়া। বিষয়টি সবিতা তার বাবাকে জানালে তার বাবা দিতে অস্বিকার করায় শুরু হয় নানা ছলে স্বামী শাশুরী ও ননদ কর্তৃত শারিরিক ও মানুষিক নির্যাতন। এর কারনে সবিতার সংসার ভাঙ্গতে বসেছে প্রায়। এরই মাঝে গত ৩০ জানুয়ারী সবিতার কন্যা সন্তান জন্ম নেয়ায় নির্যাতনের মাত্রা দিগুন হয়। সবিতার মা সন্তান দেখতে গেলে তাকেও নানা ভাবে অপমান অপদস্ত করে সবিতার শশুর বাড়ীর লোক জন। বাগবিতর্কের একপর্যায়ে গত ৩ ফেব্র“্রয়ারী সবিতা কন্যা সন্তান জন্ম দেযার অপরাধে বাড়ী থেকে বের করে দেয়। দির্ঘ দিন ধরে বাবার বাড়ীতে অবস্থান করার পরে বিষয় টি সাংবাদিককে জানালে তাদের সাথে কথা বলে আপোষ মিমংসায় ব্যাথ্য হয়। পরে সাংবাদিকের পরামর্শে ডোমার ব্র্যাক অফিসে অভিযোগ দায়ের করে। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ফিল্ড অফিসার কাজলী আক্তার ও ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচি সংগঠক আব্দুল মাজেদ সরকার,মাঠ সংগঠক আছাদুল ইসলাম আছাদের সহযোগিতায় প্রথম বারের মতো ব্র্যাকের নির্বাচিত এ্যাডভোকেটের দ্বারা উকিল নোটিশ পাঠানো হয় সবিতার স্বামীর কাছে। নোটিশটি পাওয়া মাত্রই শুরু হয় তাদের মিমাংসার তৎপরোতা।শেষে সকলের মরামর্শে ২২মার্চ স্থানীয় ভাবে সকলের উপস্থিতিতে তাদের ভূল বুঝতে পেরে নির্যাতন করবেনা মর্মে মুছলেকা দিয়ে সবিতা ও তার সন্তানেেক তার স্বামীর সংসারে ফিরে নিয়ে যায়। সবিতার পিতা শ্রী পদ জানান, সাংবাদিক ও ব্র্যাকের সহযোগিতায় সবিতা আজ নতুন করে সংসার জীবন ফিরে পেলো। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের এ ধরণের উদ্দ্যোগ এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে এলাকাবাসী জানান।  

পুরোনো সংবাদ

রংপুর 646900854979804083

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item