নীলফামারীতে নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি টিকা চালু করণে অবহিতকরণ সভা

আবু ফাত্তাহ্ কামাল (পাখি)স্টাফ রিপোর্টার॥ সম্প্রসারিত টিকাদান কর্মসুচীর আওতায় (ইপিআই) “পিসিভি-আইপিভি” টিকা চালু করণের লক্ষ্যে নীলফামারীতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে নীলফামারী পৌরসভা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, জেলা স্বাস্থ্য বিভাগের মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাংবাদিক নুরুল ইসলাম, নীলফামারী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ  প্রমুখ।

সভায় জানানো হয় নিউমোনিয়া রোগ প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসুচীর সঙ্গে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে বিনামুল্যে শিশুদের পিসিভি টিকা প্রদান করা হবে । এ কর্মসুচিতে ৪২ দিন থেকে এক বছরের নিচে কোনো শিশু যাতে বাদ না পরে সে বিষয়ে অভিভাবকদের অবহিত করা হয়।অবহিতকরণ  সভায় মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ প্রায় ৭৫ জন  নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3017889030696536733

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item