সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির ডাকে জলঢাকায় আওয়ামীলীগের পাল্টা পাল্টি সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী ) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের পাল্টাপাল্টি সভা অনুষ্ঠিত হয়। এতে করে উপজেলা আওয়ামীলীগের মধ্যে থাকা বিরাজমান বিরোধ প্রকাশ্য রুপ পায়। দীর্ঘদিন থেকে দলে নিস্কৃয় থাকা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু আকষ্মিক উপস্থিতি মেলে এবং গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সৈনিকলীগের একটি কর্মসুচীতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি হয়ে প্রধান অতিথি বক্তব্য দেন।
সেই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার বিরুদ্ধাচারন করে আক্রমনাত্বক বক্তব্য রাখেন যা পরবর্তীতে সমালোচনার ঝর তোলেন নিজ দলে। এদিকে সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু ও সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল স্বারিত সদস্য সংগ্রহ ও স্বাধীনতা দিবস উদযাপন উপল্েয নীলফামারী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হককে প্রধান অতিথি করে  পৌর আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা সম্পাদক বর্ধিত সভায় যোগ দেননি। অপরদিকে নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবী করে কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেন অধ্যাপক শাহ মোখলেছুর রহমান চৌধুরী। স্থানীয় ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি করা হয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফাকে। এই সভায় উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ যোগদান করে। সরেজমিনে দেখা যায়, ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামলীগের একটি অংশ অবস্থান নেয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন ইন্দ রায় তিনি জানান, দলের দুর্দিনে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামলীগ প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফার বিজয় নিশ্চিত করেন। যার জন্য আজ দল সংগঠিত হয়েছে তার ডাকেই আমরা আজকের সভায় উপস্থিত হয়েছি। এদিকে উপজেলা আওয়ামলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ বলেন, “যারা আজকে পাল্টা সভা আহবান করেছে জাতীয় নির্বাচনের সময় তারা নিজেকে বাঁচাতে দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল। আজ তারা পদ রায় উপজেলার নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য দলে অনুপ্রবেশ করেছে। আমরা এর নিন্দা জানাই”। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল নিজেদের মুল স্রোত মনে করে বলেন, আজকের বর্ধিত সভা আগামী সম্মেলনের প্রস্তুতির একটি অংশ। অন্য কোথাও কোন সভা হচ্ছে কিনা আমার জানা নাই। তবে তিনি জানান, সভাপতির উপস্থিতিতে দলে ভারপ্রাপ্ত সভাপতির কোন জায়গা গঠনতন্ত্রে নেই। এদিকে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শাহ মোখলেছুর রহমান চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের পর থেকে উপজেলা সভাপতি আনছার আলী মিন্টু নিজেকে দল থেকে গুটিয়ে রাখায় দলের ক্রান্তিকালে সর্বসম্মতিক্রমে আমাকে দায়িত্ব দেওয়া হয়। যা এখনও বহাল আছে। 

পুরোনো সংবাদ

রংপুর 8134470939242246821

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item