নীলফামারীতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ নীলফামারী উদয়ন শিশু বিদ্যাপিঠ চত্তরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা। শুক্রবার সকালে এই প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। প্রধান অতিথির বক্তব্যে নুর এ সময় বলেন শুধু পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের প্রতিযোগীতা নয়, বাস্তব জীবনে জিপিএ-৫ অর্জনের প্রতিযোগীতায় শিশুদেরকে গড়ে তুলতে হবে। এজন্য পাঠ্য পুস্তকের বাইরেও অন্যান্য বই পড়ার সুযোগ দিতে হবে শিশুদের। পরিপূর্ণ মানুষ হতে বঙ্গবন্ধুর জীবনী পড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে উঠলে জানার আগ্রহ বাড়বে। আর জানার আগ্রহ বাড়লে নিজেকে পরিপূর্ণ করতে আরও জ্ঞান আহরণ করবে। সে ক্ষেত্রে বঙ্গবন্ধুর জীবনী এবং আদর্শ তারা নিজেরাই খুঁজে নিবে। এর প্রমান শাহবাগের গণজাগরণ মঞ্চকে উল্লেখ করেন তিনি।

 বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার অংশগ্রহণের জন্য জেলা পর্যায়ে সংগীত, নৃত্য, কবিতা আবৃতি, অভিনয, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতার বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উদয়ন শিশু বিদ্যাপিঠের অধ্যক্ষ আব্দুল হক প্রধান প্রমুখ। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক রাসেল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা সভাপতি আবু হাসান।# ছবি ক্যাপসন,নীলফামারীঃ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্ধোধন কালে শুক্রবার সকালে শিশু কিশোর ও অন্যান্যদের সাথে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।

পুরোনো সংবাদ

রংপুর 6901003219071283511

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item