পঞ্চগড়ে ২ টি বাস ও আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা, জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় জেলা সদরের পার্কিং করা দুটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটির জানালাসহ ভেতরের অংশ পুড়ে যায়। এর আগে তারা সদর উপজেলা আওয়ামীলীগের ২ টি ইউনিয়ন কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয় দুটির আসবাপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

সোমবার ভোরে (রাত ৪ টা) এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগকারীদের সনাক্ত  ও  আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোর ৪ টার দিকে দুটি মোটর সাইকেল যোগে ৪ জন মুখোশধারী যুবক প্রথমে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পরে তারা পঞ্চগড় শহরের মিঠাপুকুর এলাকার তেঁতুলিয়া বাসস্টান্ডে পার্কিং করা দুটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায় । যাওয়ার পথে তারা জগদল বাজারে অবস্থিত পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় তাদের ধাওয়া করতে যেতে ৩ জন আনসার সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী (৪০) বলেন, ভোরে হঠাৎ বিকট শব্দ পেয়ে আমরা সবাই বের হয়ে দেখি তেঁতুলিয়া বাসস্টান্ডের দুটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তারপরও বাস দুটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মিঠাপুকুর এলাকায় সাইম স্বপ্নিল (ঢাকা মেট্রো-জ-৫৮৪৫) ও জয় সাক্ষর (চট্র মেট্রো-জ-১১০১২৮) নামের  পার্কিং করা বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
এদিকে এর কিছুক্ষণ পরেই জগদল বাজার আওয়ামীলীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। টহলরত আনসার বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা দ্রুত মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ধাওয়া করতে ও আগুন নেভাতে গিয়ে আনসার সদস্য মোসলেম উদ্দিন (২৬), আগুন নেভাতে গিয়ে জমিরুল ইসলাম (২০) ও আমিরুল ইসলাম (৪৮) আহত হন।
পঞ্চগড় পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নাশকতাকারী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। পুলিশ নাশকতাকারীদের চিহ্নিত করে তাদেরকে আটক করার জোর  চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছিল। 


পুরোনো সংবাদ

রংপুর 1484786281610250232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item