সৈয়দপুরে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) স্টাফ রির্পোটার-রবিবার রাতে নীলফামারী সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাটে একটি বাড়ি ওই হাটের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে সময় ডাকাতদের হামলায় নুর ইসলাম, তার স্ত্রী আমেনা, হোটেল শ্রমিক আতাউ(১৬), চন্দন(১৭), আমজাদ(১৮), পর্বত(১৬), মাজেদুল(২০) মিঠু (১৭) আহত হয় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে
ডাকাদির খবর পেয়ে রাতেই সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাতদল পালিয়ে যায় সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, সহকারি পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) ,এম,এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন
হামুর হাটের নুর ইসলাম জানায় ১৫/২০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে রবিবার রাত প্রায় দুইটার দিকে তার বাড়িতে এবং হামুরহাটের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটায় ডাকাতদল তার বাড়িতে স্ত্রীর স্বর্ণ গহনা সহ মোট লক্ষাধিক টাকা ডাকাতি করে সময় ধারালো অস্ত্র দেখিয়ে তাদের স্বামী স্ত্রীকে মারধর করে একটি ঘরে বেঁধে রাখে
ওই হাটের কনকের হোটেলের শ্রমিক মাজেদুল জানায় ডাকাতরা তাদের হোটেলে প্রবেশ করে ঘুমন্ত জন শ্রমিক কে বেধরক মারধর করে বেধে রাখে এরপর হোটেল ক্যাশ বাক্স ভেঙ্গে ৩০ হাজার টাকা লুট করে এরপর হামুর হাটের মিঠু ডেকোরেটরের একটি কম্পিউটার, চন্দন টেলিকম থেকে ৫০ হাজার টাকা, গনেশের মুদি থেকে আড়াই লাখ টাকার , সু-কুমারের মুদির দোকান থেকে দেড় লাখ টাকা, কাঞ্চন সরকারের মুদি দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল নগদ অর্থ সহ মোট প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায় সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়


পুরোনো সংবাদ

রংপুর 220762825502098418

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item