নীলফামারীতে আয়োডিনবিহীন ভোজ্যলবন প্রতিরোধ শীষর্ক কর্মশালা

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) স্টাফ রির্পোটার নীলফামারীতে অনুষ্ঠিত হলো আয়োডিন বিহীন ভোজ্যলবন প্রতিরোধ শীর্ষক কর্মশালা। রবিবার সকালে জেলা প্রশাসনের  সম্মেলন কে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পরিচালক (প্রযুক্তি) আবু তাহের।
নীলফামারী  জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে
ইউনিসেফের সহযোগীতায় ও বিসিকের আয়োজনে এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিসিকের সচিব তাহসিনুর রহমান, বিসিকের রাজশাহীর আঞ্চলিক পরিচালক আলতাফ হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ইউনিসেফের জেলা সার্পোট অফিসার ডাঃ বজলুল হক, বিসিকের জেলা ব্যবস্থাপক আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ। সর্বক্ষেত্রে আয়োডিনযুক্ত লবন ব্যবহারের বিষয়ে সচেতনা বৃদ্ধির উপর গুরত্ব আরোপ করে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন বিসিক সার্বজনীন আয়োডিনযুক্ত লবন প্রকল্প দেশ ব্যাপী সফল করার কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে  আগামী ২০১৬ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ লবনে পরিমিত পরিমান আয়োডিন মিশ্রণ এবং শতভাগ পরিবার কে আয়োডিন যুক্ত ভোজ্য লবন ব্যবহারের আওতায় আনা সম্ভব হবে।  আর এ জন্য জনগণকে ঝুকি থেকে রা করতে সকলের সহযোগিতা প্রয়োজন।কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতর ,শিক্ষক,ব্যবসায়ী,সাংবাদিক সহ অন্তত ৩৫ জন প্রতিনিধি  অংশ গ্রহণ করেন। কর্মশালায় আয়োডিনের অভাবে শিশুদের জীবন ঝুঁকির উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1878385969399794371

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item