কোয়ার্টারে বাংলাদেশ

নিউজ ডেস্ক-ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ খেলায় ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের তবে মাহমুদউল্লাহর সেঞ্চুরি মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেতে সমস্যা হয়নি টাইগারদের উইকেটে ২৭৫ রান করেছে বাংলাদেশ সঙ্গদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে খেলার প্রারম্ভেই পেসার জেমস অ্যান্ডারসনের বোলিংয়ে নাকাল হয়েছে বাংলাদেশ
ভাল শুরুর আগে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল () ইমরুল কায়েস () তাদের বিদায়ের পর দলের হাল ধরেছেন মাহমুদউল্লাহ সৌম্য সরকার
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চরি করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ (১০৩) সঙ্গে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়েছেন তিনি মূলত তার ব্যাটিংয়েই লড়াইয়ের পুঁজি পেয়েছবাংলাদেশ ভাল খেলেছেন মুশফিকুর রহিম সৌম্য সরকার মুশফিক ৮৯ সৌম্য ৪০ রান করেছেন শেষ অবধি উইকেটে ২৭৫ রান করেছে
    বাংলাদেশের দেওয়া ২৭৬ রানের জবাবে দলীয় ২৬০ রানে উইকেট হারিয়েছে ইংল্যান্ড
সর্বশেষ রান আউট হয়েছেন ক্রিস জর্ডান এর আগের বলেই আউট হয়েছেন জস বাটলার উইকেট রক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছে তিনি ৪৮. ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ উইকেট হারিয়ে ২৬০ রানইংলিশদের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন ইয়ান বেল মঈন আলি বাংলাদেশের বোলিং ইনিংসের সূচনা করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অপর প্রান্তে তার সঙ্গী হিসেবে বোলিং শুরু করেছেন পেসার রুবেল হোসেন ইনিংসের . ওভারে দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড ব্যক্তিগত ১৯ রানে রান আউট হয়েছেন মঈন আলি এরপর ইয়ান বেল অ্যালেক্স হেইলস জুটি বাংলাদেশের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন তবে ১৯. ওভার হেইলসকে মুশফিকের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যিনি, সেই ইয়ান বেলকে ব্যক্তিগত ৬৩ রানে মুশফিকের ক্যাচে পরিণত করেছেন পেসার রুবেল হোসেন একই ওভারে ইংলিশ অধিনায়ক ইওন মরগানকেও শিকার করেছেন রুবলে দলীয় ১২১ রানেই এই উইকেট হারিয়েছে ইংল্যান্ড এরপর ২৯. ওভারে জেমস টেলরের উইকেট তুলে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ
     সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৭৫/, ওভার ৫০ (মাহমুদউল্লাহ ১০৩, মুশফিকুর ৮৯, সৌম্য ৪০, তামিম , সাকিব ; অ্যান্ডারসন /৪৫)
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরাফাত সা, রুবেল হোসেন তাসকিন আহমেদ
ইংল্যান্ড দল : ইয়ন মর্গান (অধিনায়ক), মঈন আলী, ইয়ান বেল, হালেস, জো রুট, টেলর, বাটল, ওয়াকেস, জর্ডান, ব্রড অ্যান্ডারসন



পুরোনো সংবাদ

খেলাধুলা 6196224002321989289

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item