বিশ্বকাপ ক্রিকেটের ওভারে ওভারে বাজী নিয়ে সৈয়দপুরে জুয়া খেলা চলছে ভ্রাম্যমান আদালতে এক জুয়ারীর ৭ দিনের কারাদন্ড

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) স্টাফ রির্পোটার বিশ্বকাপ ক্রিকেটে প্রতি ওভারে কত রান বা উইকেট পড়বে এমন বাজী নিয়ে টেলিভিশনের সামনে প্রকাশ্যে বসে জুয়া শুরু হয়েছে। ওভার শেষ হওয়া মাত্র জুয়ার বাজী তাৎক্ষনিক ভাবে লেনদেন করা হচ্ছে।  এমন ক্রিকেটের জুয়ার আসরে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যান্য জুয়ারুরা পালিয়ে গেলেও ফারুক (৩০) নামে এক জুয়ারী আটক হয় পুলিশের হাতে।
বুধবার তাকে  ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই যুবককে সাত দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী । সাজা প্রাপ্ত ওই জুয়ারীকে জেলা কারাগারে পাঠানো হয়।
সে সৈয়দপুর  শহরের কয়ানিজপাড়া মহল্লার সোলায়মানের পুত্র।
এলাকাবাসী অভিযোগ করে জানায় বিশ্বকাপ ক্রিকেট শুরু হবার পর পরেই সৈয়দপুর শহরের রেললাইন ও বিভিন্ন ক্লাবে উঠতি বয়সের তরু ও যুবকরা প্রতি ওভারে ওভারে মোটা অংকের বাজি ধরে অবাধে বাজী ধরে  জুয়া খেলছে। এমন শহরের অনেক বড় বড় ব্যবসায়ীরা এ খেলায় জড়িয়ে পড়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 6676635182414549309

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item