‘স্কাউট দেশ ও দশের জন্য’ - অতি: জেলা প্রশাসক মোঃ শামছুল আযম

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি ঃ  পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামছুল আযম বলেছেন, স্কাউটরা কখনো মাথা নত করেনা। সকল ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় স্কাউট।
দেবীগঞ্জ ডিগ্রী কলেজে শনিবার সকালে ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর অঞ্চলের প্রোগ্রামার ডিআরসি মোঃ আরিফ হোসেন বলেন, সমাজ পরিচালনার নেতৃত্বে শিক্ষা দেয় স্কাউটস।
জীবনের সকল পর্যায়ে বাঁধা অতিক্রম করে সফল হতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি দেশ-বিদেশের নানান বই পড়তে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্কাউটস সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। নৈতিক বলে বলীয়ান হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে স্কাউটস সমাবেশের  উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্কাউটস এর কমিশনার মাসুদা সিদ্দিকি ইরানী র সঞ্চালনে  অতিথিরা বক্তব্যে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর কমিশনার আ.স.ম. নুরুজ্জামান, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ আনিছুর রহমান, মহিলা কলেজের প্রিন্সিপাল মোঃ মোস্তাফিজুর রহমান,রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ বিউটি নার্গিস , উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও স্কাউটস এর কয়েকশত ছাত্র-ছাত্রী বৃন্দ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item