জোড়াবাড়ী ইউনিয়নে গফুর কাজীর সহযোগিতায় বহুবাল্য বিবাহ সম্পন্ন।

ফাইল ফটো
আনিছুর রহমান মানিক,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- নীলফামারী ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নে ভূয়াকাজী গফুরের সহযোগিতায় বহুবাল্য বিবাহর সম্পন্ন হয়েছে,প্রতিরোধে নেই কোন উদ্দ্যোগ। সরেজমিনে জানাযায়, গত ২ মাসে উক্ত ইউনিয়নে মোট বিবাহ সম্পন্ন হয়েছে ১২টি,তারমধ্যে বাল্য বিবাহ হয়েছে ৫টি। এজন্য ভূয়াকাজী গফুর ও ঘটকের পাশাপাশী ইউনিয়ন পরিষদের কর্তৃপকে দায়ী করেছে এলাকার সচেতন মহলের ব্যাক্তিগণ। তাদের মধ্যে ২০ নভেম্বর জোড়াবাড়ী
ডাংগাপাড়া গ্রামের জেএসসি পরীার্থী হাবিবুর রহমান বাবুলালের  কন্যা দুলালী  বেগম। ২৫ডিসেম্বর হলহলিয়া ময়দানপাড়া  গ্রামের মঞ্জুর কন্যা নবম শ্রেনীর ছাত্রী রুমি আক্তার। ২২ জানুয়ারী একই গ্রামের প্রবাসী আজাহার আলীর কন্যা ৮ম শ্রেনীর ছাত্রী সুরমা বেগম। ২০জানুয়ারী ভূজারীপাড়া গ্রামের নূর আলমের কন্যা ৭ম শ্রেনী ছাত্রী আয়শা সিদ্দিকা। ১৯ জানুয়ারী আজিজ মেম্বার পাড়া গ্রামের মজিবর রহমানের কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী মনোয়ারা বেগম। ৯ ফের্রুয়ারী মিরজাগঞ্জ এমাজপাড়া গ্রামের বাচ্চু মিয়ার কন্যা ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সাগরিকা সহ বহুবাল্য বিবাহ পড়ানোর অভিযোগ পাওয়া গেছে। উল্যেখ্য জোড়াবাড়ী ইউনিয়নের কাজী আব্দুল কাদেরের মৃত্যুর পড়ে তার ছেলে কোনো প্রকার জেলা রেজিষ্ট্রারের অনুমোদন ছাড়াই র্নিদিধায় বে-আইনীভাবে শিশু বিবাহ সহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সংবিধানে বাল্য বিবাহ আইনী ধারা মোতাবেক ১৯২৯ সংশোধনী -১৯৮৪ সালের ৫ ও ৬ ধারায় দন্ডবিধির অপরাধ থাকলেও। সরকারী আইনকে বৃদ্ধাঅঙ্গুল দেখিয়ে এলাকার কিছু টাউট বাটপার লোকের যোগসাজেসে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন ছাড়াই বহাল তবিয়তে বল্য বিবাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে গফুরকাজী। এবিষয়ে জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, কাদের কাজীর মৃত্যুর পড়ে ডোমার পৌরসভার আবুল কাজীকে অতিরিক্ত দায়ীত্ব দেয় জেলা রেজিষ্ট্রার। গফুর নিজেই তার লোক দিয়ে গোপনে বিয়ে রেজিষ্ট্রি করে যাচ্ছে। তবে দেখেশুনে জন্ম সনদ দেই কাজী ও অভিবাবকরা গোপনে বিয়ে দেয়। বাল্য বিবাহ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বহুবাল্য বিবাহ দাতা ভূয়াকাজী গফুরের কার্যক্রম বন্ধকরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এলাকাবাসী। এবং উর্দ্ধতন কর্তৃপরে নিকটআশু সমাধানের জোরদাবী জানান।

পুরোনো সংবাদ

রংপুর 7298337767099531338

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item