ডোমারে আশার স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক
ভ্রাম্যমান প্রতিনিধিঃ- নীলফামারীর ডোমারে আশার সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতায় “নিরাপদ পানির ব্যাবহার ও পানি বাহিত রোগ প্রতিরোধ”বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফের্রুয়ারী বুধবার সকালে ডোমার পৌরসভা এলাকার চিকনমাটি মোড়ে চাঁদতারা সমিতির সভানেত্রীর উঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সমিতির সভানেত্রী সাহিদা বেগমের  সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী অঞ্চলের রিজোনাল ম্যানেজার মাসুদুল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সংরতি মহিলা কাউন্সিলর উম্মেকুলছুম,৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশা সোনারায় শাখার ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মোস্তফা,সহকারী ব্র্যাঞ্চ ম্যানেজার আব্দুল হালিম,লোন অফিসার ফরিদুল ইসলাম প্রমূখ। উক্ত প্রশিণ কর্মশালায় আশা সংস্থার আওতাভূক্ত ৩৫ জন সদস্য প্রশিণ গ্রহন করেন। প্রশিনার্থী রশিদা বেগম জানান,আশা সংস্থার সহযোগিতায় এলাকায় ক্রেডিট প্রোগ্রাম এর পাশাপাশি স্বাস্থ্য সেবা,গর্ভবতী মায়ের পরিচর্চা,স্যনিটেশন ব্যাবস্থা ,শিা কার্যক্রম,ডায়রিয়া ও পানি বাহিত রোগ,আর্সেনিক মুক্ত টিউবওয়েল ব্যাবহার করে এলাকার মানুষ উপর্কৃত তাই এর সফলতা মানুষের দ্বোড়গোড়ায় পৌছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item