একুশের কবিতা

একুশ আবার বলছে

# সাফিক ডিয়ার  #
এক ‘একুশে’ বাংলা মায়ের
অশ্রু নদী বয়েছিল,
বাংলা ভাষার বর্ণমালা
ছেলের রক্ত ধুয়েছিল।

সেই ‘একুশে’ অমর হলো
‘একুশে’র চাকা ঘুরছে,
সেই পুরনো হায়েনারা
একুশের দেশ পুড়ছে।

তোমার বুকে ক্ষোভের আগুন
আমার বুকে জ্বলছে,
‘জাগো বাহে কোনঠে সবায়’-
‘একুশ’ আবার বলছে।
------------------------------------------------------------------------------------------------


একুশের চেতনা


# মমতাজ সরকার #

বায়ান্নতে তুমি এসেছিলে,রক্তের নদী হয়ে,
তুমি এসেছিলে,বসন্তের লাল কৃষ্ণচুড়া হয়ে,
তুমি এসেছিলে,চৈত্রের ঝাঝালো রৌদ্র হয়ে,
তুমি এসেছিলে,শ্রাবনের মুখর বর্ষনধারা হয়ে,
তুমি এসেছিলে,শরতের নির্মল নীল আকাশে
শুভ্র মেঘ হয়ে,
তুমি এসেছিলে,হেমন্তের সোনালী শিশির
 বিন্দু হয়ে,
তোমার আবেগ উম্মাদনায়
ঝাপিয়ে পড়েছিল কত তাজা তরুন প্রান
বুুকের রক্ত দিয়ে তোমার কপালে
একেছিল লাল তিলকের চিহ্ন।
তুমি আমাদের চেতনা,
তুমি আমাদের বাসনা,
তুমি আমাদের সংগ্রামের অনুপ্রেরনা।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7641049749639496902

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item