আশার মান উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীতে ৪দিন ব্যাপী আশার লোন অফিসার ও এ্যাসিষ্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার দের নিয়ে কর্মীর মান উন্নয়ন/সমাজ কর্মীর মৌলিক উপযুক্ততা দল ব্যবস্থাপনা ও গতিশীলতা প্রশিনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্র“য়ারী বুধবার বিকালে জেলার হোটেল অবকাশে কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ম্যানেজার জনাব মোঃ মামুনূর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদুর রহমান, নীলফামারী জেলার এএসই ধর্মেন্দ্র নাথ রায়, জেলা স্যানিটেশন মার্কেটিং অফিসার রামপ্রসাদ শর্মা ও নীলফামারী সদর-১ ও ২ ব্রাঞ্চের বিএম বাবুল আক্তার ও তুহিনুজ্জামান। উক্ত প্রশিনে প্রধান প্রশিক হিসাবে পাঠ দান করেন আরএম ট্রেনিং আসাদুজ্জামান। উক্ত প্রশিনে অত্র জেলার প্রতিটি ব্রাঞ্চের মোট ৫০ জন লোন অফিসার ও এ্যাসিষ্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার প্রশিন গ্রহন করেন। এই প্রশিনের মাধ্যমে কর্মীদের কর্মদতা বৃদ্ধি সহ  জেলায় আশার কার্যক্রম আরো গতিশীল হবে বলে জানিয়েছেন আশার উর্দ্ধতন কর্মকর্তারা।

পুরোনো সংবাদ

রংপুর 8443752599021856888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item