ডোমারে যৌতুকের দাবীতে সংসার ভাঙ্গতে বসেছে দুলালীর

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে যৌতুকের দাবীতে সংসার ভাঙ্গতে বসেছে নববধু দুলালীর। সরেজমিনে জানাযায়,ডোমার উপজেলার জোড়াবড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের দিনমুজুর হবিবর রহমান(বাবুলাল)এর কন্যা দুলালী বেগমের গত বছর উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা আদর্শ গ্রাম এলাকার বাবুল হোসেনের পুত্র জুয়েল ইসলামের সাথে ইসলামী শরাসরিয়া মোতাবেক বিবাহ হয়। বিবাহের ২ মাস সংসার জীবন না পেরতেই শুরু হয় যৌতুকের ৭৫ হাজার টাকা,বাই সাইকেল চাওয়া। বিষয়টি দুলালী তার বাবাকে জানালে তার বাবা বাবুলাল দিতে অপারগতা প্রকাশ করায় শুরু হয় স্বামী শাশুরী ও ননদ কর্তৃত শারিরিক ও মানুষিক
নির্যাতন। এর কারনে দুলালীর সংসার ভাঙ্গতে বসেছে প্রায়। এবিষযে দুলারীর পিতা দিনমুজুর হবিবর রহমান(বাবুলাল) জানান, আমার কন্যার বিবাহের ২মাস পর থেকে জামাইয়ের চাহিদা মিটাতে সর্বশান্ত হতে হয়েছে। বসতভিটা ছাড়া কিছুই নেই আমার। দুলালীর শশুর বাড়ীতে গেলে ননদ বাবলী বলেন,আমার ভাবী দুলালী ভরন পোষনের বিষয়ে বাবার বাড়ীতে দূর্নাম বদনাম করেছে বাকী টাকা না দেয়া পর্যন্ত এই বাড়ীতে আসতে দিবো না। জুয়েলের বোন প্রতিবেদক কে জানান,আমার ভাই বাড়ীতে নেই আসার পরে বৌ আনার ব্যাবস্থা করবো। কিন্তু ৮ মাস ধরে দুলালী বাবার বাড়ীতে অতি কষ্টে দিনানিপাত করছে। অদ্যবদী তাকে তার স্বামী নিয়ে না যাওয়ায় দুলালীর বাবা মানুষের দারে দারে ধর্না দিচ্ছে। যৌতুক নামক ব্যাধী থেকে মেয়েকে রক্ষা করতে সমাজের সচেতন মহলের সহযোগিতা কামনা করেন দুলালীর বাবা।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item