জাতীয় কবিতা পরিষদের তর্জনী-৬ এর বাসন্তী প্রকাশনা ও একুশের কবিতা পাঠ অনুষ্ঠান

মনজিল মুরাদ লাভলু- শান্তির পথে-মানবিকতার পথে-কবিতার পথে জাতীয় কবিতা পরিষদ। এই শ্লোগানে জাতীয় কবিতা পরিষদ, রংপুর বিভাগীয় শাখার নিয়মিত সাপ্তাহিক আসর, তর্জনী-৬ এর বাসন্তী প্রকাশনা উৎসব ও ২১শের কবিতা পাঠ অনুষ্ঠান ২১শে ফেব্র“য়ারী শনিবার সন্ধ্যায় জি.এল রায় রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি সুরাজ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ কবি রকিবুল হাসান। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠে অংশ নেন ব্রজ গোপাল রায়, আনোয়ার হোসেন, এইচ এম হারুন, সাইফুল্লাহ
রুমি, অনিন্দ্য আউয়াল, হেলেন আরা সিডনী, মতিয়ার রহমান, এস এম শহিদুল আলম, রেজাউল করিম জীবন, হাই হাফিজ, বাদল রহমান, বাশার ইবনে জহুর, প্রত্যয়ী মিজান প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন একরাম হোসেন এলিচ, সওদা খানম মিনু, বেলাল হোসেন রতন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেস কাবের সভাপতি বাবলু নাগ, সানজিদা খাতুন, রোকসানা। অনুষ্ঠানে পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন কবি সুরাজ চৌধুরী।

পুরোনো সংবাদ

রংপুর 7488874054868022598

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item