ডোমারে সরস্বতী পুজা উৎসবে নৃত্য প্রতিযোগীতা

আনিছুর রহমান মানিক, ভ্রাম্যমান প্রতিনিধিঃ-ডোমার মিরজাগঞ্জে শ্রীশ্রী সরস্বতী পুজা উৎসব উপলে নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত। ২৮ জানুয়ারী  উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাষ্টার পাড়া  এলাকবাসীর সহযোগিতায় দিনভর পুজা পাঠের মধ্যদিয়ে সন্ধ্যায় নৃত্য প্রতিযোগীতার শুভ উদ্বোধন ঘোষনা করেন জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার
হোসেন। বাগডোকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক বাবু হরিপদ রায়ের  সভাপতিত্বে  প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন এটিভি নিউজ ও অপরাধ অনুসন্ধানের ক্রাইম রিপোর্টার্স সাংবাদিক আনিছুর রহমান মানিক। বিশেষ অতিথি ইউপি সদস্য আব্দুল মজিদ,সংরতি ইউপি সদস্য বেবী নাসনীন প্রমূখ। সুবাস চন্দ্র,অন্যপ্রসাদ ও ভরত চন্দ্রের সার্বিক সহযোগিতায় নৃত্যাঅনুষ্ঠানের মোট ১৫ জন প্রতিযোগী অশং গ্রহন করে। তাদের মধ্যে সন্ধ্যা,বন্যা,কবিতা,অনন্যা,সুমন,রিয়া,তমালিকা,কবিতা,তমালিকার নৃত্যে দর্শকের মন আকৃষ্টকরে । হিন্দু সম্প্রদায়ের সরস্বতীকে বিদায় দিয়ে সারারাত জেগেথেকে  আনন্দ উপভোগ করে । সার্বিক ব্যবস্থাপনায় শরৎ চন্দ্র রায়,ভূপেন রায়,হিরম্বরায়,হিতেন ও বিষ্টু বাবু। নৃত্য দেখতে হাজারো মানুষের ঢল নামে মাষ্টার পাড়া যেনো মিলন মেলায় পরিনত হয়েছে এদের মধ্যে মহিলা ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভাপতি হরিপদ রায়  জানান,দির্ঘ দিন যাবত প্রতিটি পূজায় ও ধর্মীয় কোনো অনুষ্ঠানে কির্ত্তন,যাত্রাপালা,ধর্মীয় সভা সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি আগামীতে সরকার বা এলাকার মানুষের সহযোগিতা পেলে এরচেয়ে আরো বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব বলে আশা করেন।শেষে নৃত্যা অনুষ্ঠানের প্রতিযোগীদের মধ্যে ১ম সন্ধ্যা রানী,২য় বন্যা,৩য় কবিতা সহ অনন্যা,সুমনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

 




পুরোনো সংবাদ

রংপুর 9045373436697016885

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item