কবি সাহিত্যিক শিল্পীর পদচারনায় মুখরিত পাবলিক লাইব্রেরী প্রাঙ্গন

স্টাফ রিপোর্টার-জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় শাখার আয়োজনে গত ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হলো বর্ষশেষের কবিতা পাঠ আবৃত্তি আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ইংরেজী নববর্ষ উপলে আয়োজিত অনুষ্ঠানে কবি সুরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাধারণ সম্পাদক এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক, বিশিষ্ট শিাবিদ মলয় কিশোর ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন আকন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলুর পরিচালনায়
অনুষ্ঠানে এস এম খলিল বাবু, আশাফা সেলিম, আনিসুল হক, রকিবুল হাসান, আনোয়ারুল হক, হাবিবুল্লাহ, ব্রজ গোপাল রায়, বাদল রহমান, মৌসুমী শঙ্কর ঋতা, জাহিদ হোসনে, রেজাউল করিম জীবন, এস.এম শহিদুল আলম, মতিয়ার রহমান, বাশার ইবনে জহুর, হায়াত মাহমুদ মানিক সহ প্রায় শতাধিক কবি ও ছড়াকার স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অংশ নেন। আবৃত্তিতে অংশ নেন লায়ন আজাহারুল হক দুলাল, মিনহাজ উদ্দিন শপথ, প্রত্যয়ী মিজান, প্রিয়তিসহ ১০জন আবৃত্তিকার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বেলাল হোসেন রতন, একরাম হোসেন এলিচ, স্বপন পাল, নীল রতন রায়, বর্ণা বিশ্বাস সহ বেশ কয়েকজন শিল্পী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি জোবায়ের আলম জুয়েল সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ কাফী, রম্য লেখক মোশাররফ হোসেন রাজু, সাংবাদিক বাবলু নাগ সহ শহরের বিশিষ্ট কবি, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। এদিকে অনুষ্ঠানটি সফল হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু ও সভাপতি সুরাজ চৌধুরী রংপুরের সকল কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2568301305505788101

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item