কবিতা-পরম্পরা

       পরম্পরা


<  সাফিক ডিয়ার  >

মানুষেরা ঘর ছাড়ে পাখিদের মতো
দিন শেষে ঘরে ফেরে নিত্য ধারাপাতে,
চাল থেকে বেছে ফেলা কাঁকড়ের মতো
নিজেকে হারিয়ে ফেলে সময় প্রপাতে।

যাপিত জীবনে শুধু আশা বাঁধে বুকে-
বাঁচে যেন ছেলে মেয়ে,থাকে দুধে ভাতে।


প্রতিদিন রাত আসে রাত ভোর হয়
ভোরের বাতাসে ভাসে মোরগের ডাক
আঁধারের কোল ঘেঁসে জোনাকির মতো
মানুষের বুকে সেই ভরসাটা থাক।

রচনাকাল-১১-১১-২০১৩

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 863774890622371278

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item