অবশেষে স্বপ্ন হলো সত্যি।নীলফামারীর চিলাহাটি পর্যন্ত চালু হলো প্রত্যাসিত নীলসাগর এক্সপ্রেস

নীলফামারী জেলার ডোমার উপজেলা তথা ডোমার,মির্জাগঞ্জ,চিলাহাটী পার্শবর্তী ডিমলা উপজেলা,পঞ্চগড়ের দেবীগঞ্জ  উপজেলা সহ অত্র অঞ্চলের জনগনের দীর্ঘদিনের দাবী ছিল ঢাকাগামী নীলসাগর সহ বরেন্দ্র, রুপসা,সীমান্ত আন্তনগর ট্রেনগুলি  চিলাহাটি থেকে চালুর। দাবী আদায়ে পালিত হয়েছিল বিভিন্ন কর্মসূচী।২০১১ সালে এই রুটে ট্রেন চলাচলের জন্য সরকার  ১৬০ কোটি টাকা ব্যায়ে সৈয়দপুর থেকে চিলাহাটী রেলপথ মেরামরের প্রকল্প হাতে নেয়।ওয়াস ফিট স্থাপন,রেললাইন সম্প্রসারন,গার্ড রানিং রুম আধুনিক বিশ্রামাগার সহ অবকাঠামোর উন্নয়ন সহ যাবতীয় কাজ সমাপ্ত করে।সৈয়দপুর ও চিলাহাটীর মধ্যবর্তী দারোয়ানী,খয়রাতনগর,তরনীবাড়ি,ডোমার,মির্জাগঞ্জ স্টেশনের সংস্কার করা হয়। প্রকল্প সমাপ্তর পর ট্রেন চালুর ব্যাপারে বেশকিছু অনলাইন ও প্রিন্টিং মিডিয়ায় সম্ভাব্য তারিখ প্রকাশ হয়েছিল সে সময় ট্রেন না আসায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও হতাসা প্রকাশ করেছেন অনেকেই।গত জানুয়ারী ২৪ শনিবার রেলের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার আব্দুল আউয়াল উদ্বোধনের তারিখ নিশ্চিত করলে নতুন করে আনন্দে মেতে উঠে এই এলাকার জনগন।অপেক্ষার প্রহর গুনতে থাকে আজকের দিনটির।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আজ সকাল থেকেই ডোমার,ডিমলা সহ দুরদুরান্তের লোকজনকে রেল স্টেশনে জমায়েত হতে দেখা গেছে।সবার মাঝে দেখা গেছে উৎসাহ ও আনন্দ।চিলাহাটী রেল স্টেশনে আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানের পর বেলা ২.০০ টায় রেলমন্ত্রী ফলক ্উন্মোচন করে উদ্বোধন করেন ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রেলমন্ত্রী মজিবুল হক,বিশেষ অতিথি ছিলেন,সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর,পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম সুজন।নীলসাগর এক্সপ্রেসটি ঢাকা ক্যান্টন্টমেন্ট স্টেশন থেকে ছাড়বে সকাল ৮.২৫ টায় চিলাহাটী স্টেশনে পৌছবে সন্ধা ৬.১৫ টায়।চিলাহাটী থেকে ছাড়বে রাত ৯.২০ টায় ঢাকা ক্যান্টন্টমেন্ট স্টেশন পৌছবে সকাল ৭.৫০ টায়।

পুরোনো সংবাদ

রংপুর 3438821615256367727

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item