সৌদি বাদশাহর সাদামাটা দাফন, নেই শোক পালনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট-গত বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় বাদশাহ আব্দুল্লাহ মারা যান:দেশের সরকার প্রধান বা প্রেসিডেন্টের মৃত্যুতে যেসব আনুষ্ঠানিকতা করার কথা এর কোনোটাই করা হয়নি সৌদি আরবের বাদশা আবদুল্লাহর ক্ষেত্রৈ সাধারণ সাদা আবরণে অজ্ঞাত এক কবরে শুক্রবার চিরনিন্দ্রায় শায়িত হয়েছেন তিনি তার পূর্ব পুরুষদের মতোই সাধারণ নাগরিকদের মত কে কবর দেয়া হয়েছে সৌদি আরবের ওয়াহাবি মতবাদ অনুসারে লাশ নিয়ে আড়ম্বর এবং শোক প্রকাশ শিরকের শামিল

বাদশার মৃত্যুতে সৌদি আরবে সরকারিভাবে কোনো শোক দিবস পালনের ঘোষণা দেয়া হয়নি, জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়নি তার মৃত্যুতে সৌদি আরবের রাজপথে কোনো শোক র্যা লিও হয়নি শুক্রবার শনিবার যথারীতি অফিস বন্ধ থাকার পর রবিবার আবার খুলবে
এর আগে শুক্রবার আসরের নামাজের পর রাজধানী রিয়াদের গ্রান্ড মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার নামাজে ইমামমতি করেন মসজিদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ সৌদি বাদশার জানাজায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শাসক এবং বহু দেশের প্রতিনিধিরা অংশ নেন আসরের নামাজের পর শহরের একটি অ্যাম্বুলেন্সে করে বাদশার লাশ মসজিদের নিয়ে আসা হয় জানাজার নামাজ শেষে সাধারণ স্ট্রেচরে করে বাদশার নিকটাত্মীয়রা সেটি বহন করে তাকে কবরে শায়িত করেন বাদশাকে সমাহিত করার সময় কোনো আনুষ্ঠানিকতার আয়োজন ছিল না
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ তার মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার
শনিবার সকাল থেকে সারাদেশে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হচ্ছে
জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা ছাড়াও প্রয়াত সৌদি আরবের বাদশাহর জন্য ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে তবে অফিস-আদালত শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে
এদিকে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্টরপতি মোঃ আবদুল হামিদ আজ শনিবার সৌদি আরব যাচ্ছেন
সৎ ভাই বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন তার মৃত্যুর পর সৎ ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদকে সৌদি আরবের নতুন বাদশাহ করা হয়


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item