আজ স্বরসতী পূঁজা।

স্বল্প পূঁজায় অল্প দেন, খুশি হলে বেশি দেন, চাইলে পেতে বিদ্যা অতি, তাঁর চরণে করো নতি;বছর ঘুরে এলেন ফিরে, বিদ্যাদেবী স্বরসতী প্রতিবছরের ন্যায় এবছরও ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে স্বরসতী পূঁজা
শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা বেশি করে কারণ সরস্বতী  জ্ঞানদায়িনী বিদ্যার দেবী বিদ্যা দান করেন তিনি
সরস্বতী শব্দটির বুৎপত্তিগত অর্থে 'সরস্+বতু' স্ত্রী লিঙ্গে '' প্রত্যয় যুক্ত যোগে 'সরস্বতী' 'সতত রসে সমৃদ্ধা' তিনি শুক্লবর্ণা, শুভ্র হংসবাহনা, 'বীণা-রঞ্জিত পুস্তক হস্তে' অর্থাৎ এক হাতে বীণা অন্য হাতে পুস্তক
ব্রহ্ম-বৈবর্ত পুরাণে আছে, সৃষ্টিকালে প্রধানা শক্তি ঈশ্বরের ইচ্ছায় পাঁচভাগে বিভক্ত হন --- রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা সরস্বতী সরস্বতী কৃষ্ণ কণ্ঠ হতে উদ্ভুতা শ্রীকৃষ্ণ এই দেবীকে প্রথমে পূজা করেন তখন থেকেই এই দেবীর পূজা প্রচলিত হয় দেবী শ্রীকৃষ্ণ হতে উদ্ভুতা হয়ে শ্রীকৃষ্ণকেই কামনা করেন তখন শ্রীকৃষ্ণ সরস্বতীকে নারায়ণ ভজনা করতে বলেন লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই নারায়ণের স্ত্রী ভাগবত মতে সরস্বতী ব্রহ্মার স্ত্রী

সরস্বতী দেবীর প্রণাম পুষ্পাঞ্জলি মন্ত্রঃ

ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমোহস্তুতে।।
ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈই নমো নমঃ
বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানভ্যঃ এব
এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।।


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item