লাইব্রেরী গড়ে আলোকিত গ্রাম করার স্বপ্ন

শাহরিয়ার সাজ্জাদ-নীলফামারীর জেলার ডোমারের সোনারায় ইউনিয়নের বড়গাছা গ্রামে ডুগডুগীর বাজারে নিজস্ব উদ্দেগ্যে ভিলেজ কেয়ার গ্রুপ নামে গ্রন্থাগার প্রতিষ্ঠাভিলেজ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য আমজাদ হোসেনের সাথে কথা বলে জানা গেল, গ্রামের উন্নয়নের কথা চিন্তা করে ২০০৭ সালে তারা ভিলেজ কেয়ার গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেবিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে করতে তারা লাইব্রেরীর কথা অনুভুব করেতিনি জানান যে, গ্রামকে উন্নত করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই আর শিক্ষার
অন্যতম উপায় হিসেবে লাইব্রেরীর ভূমিকা গুরুত্বপূর্ণতারপর তাদের সেই স্বপ্ন পুরণ হয় ২০১২ সালের ২১ ফ্রেবুয়ারীতেঅল্পকিছু সংখ্যক বই নিয়ে একটি টিনের ঘরের ভিলেজ কেয়ার গ্রন্থাগার কার্যক্রম শুরু করে২০১২ সালের ২১ ফ্রেবুয়ারী থেকে লাইব্রেরীটি ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী ব্যবহার করা শুরু করেবর্তমানে বইয়ের সংখ্যা ৫০০ এর অধিকপ্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী লাইব্রেরীর সুবিধা পাচ্ছে

পুরোনো সংবাদ

রংপুর 6106908213468952956

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item