নীলফামারীর ডোমারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর


ক্ষমতার লোভে সাধারণ মানুষকেই জিম্মি করেন, আগুন দিয়ে পুড়ে মারেন।

সেটি আপনাদের কোন  রাজনীতি?

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) ডোমার (নীলফামারী) প্রতিনিধি -হরতাল অবরোধের নামে ২০ দলীয় জোটের মানুষ হত্যার সমালোচনা করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন,‘আপনারা জনসভায় ভাষণ দেয়ার সময় সাধারণ মানুষের কথা বলেন। আর ক্ষমতার লোভে সাধারণ মানুষকেই জিম্মি করেন, আগুন দিয়ে পুড়ে মারেন। সেটি আপনাদের কোন  রাজনীতি?
বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার ডিগ্রী মহিলা কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীর পুরস্কার বিতরণ ও শহীদ মিনারের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতি করে। একারণে দেশ এগিয়েছে অনেকদুর। উত্তরাঞ্চলে এখন আর মঙ্গার কথা নেই। মানুষের কর্মব্যস্তা বেড়েছে। সাথে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিন্তু একটি মহল সে উন্নয়নে বাধা সৃষ্টি করছে। হরতাল অবরোধের নামে তারা নাশকতা সৃষ্টি করছে। রাস্তা কেটে, রেল লাইন তুলে যোগাযোগ ব্যবস্থা নষ্ট করছে। বাসে, ট্রেনে আগুন দিয়ে সাধারণ মানুষ হত্যা করছে। ওই মানুষেরা আবার ইসলামের কথা বলে। শান্তির ধর্মের দোহাই দিয়ে জেহাদের ঘোষণা দেয়। মুসলমানের বিরুদ্ধে আরেকজন মুসলমানের কিসের জেহাদ।
তিনি উল্লেখ করে বলেন, ওই মহলটি ১৯৭১ সালে দেশ স্বাধীনে বিরোধীতা করেছে। তারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আজ তারাই দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে গণতন্ত্রের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণ ঐক্য থাকলে এমন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না  বলে উল্লেখ করেন তিনি।
এসময় নারীদের শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমানে নারীরা পিছিয়ে নেই। নারীরা আজ প্রধানমন্ত্রী, তারা বিচারপতি, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনীর সদস্য, এমকি তারা এখন যুদ্ধ বিমানও চালায়। আমাদের নারীরা এভারেষ্ট জয় করেছে। তাই নারীদের শিক্ষার প্রতি আমাদের বেশী গুরুত্ব দিতে হবে।
এলাকাবাসী  ঢাকা গামী নীলসাগরসহ সকল আন্তনগর ট্রেন চালুর দাবী করলে তিনি বলেন,আমি তো রেলমন্ত্রী নই, রেলমন্ত্রী বিয়ের পর হজ্জে গেছেন,তিনি ফিরে এসে নীলসাগরসহ সকল আন্তনগর ট্রেন চালুর ঘোষনা দেবেন ।
এসময় ওই কলেজের সভাপতি খায়রুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, কলেজের অধ্যক্ষ শাহিনূল ইসলাম বাবু প্রমুখ।
এর আগে ও পরে মন্ত্রী ডোমার বালিকা বিদ্যা নিকেতনের তিনতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগ্রহশালার উদ্ধোধন ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরের চেক হস্তান্তর করেন।



পুরোনো সংবাদ

রংপুর 5145926107292390423

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item