জাতীয় কবিতা পরিষদের ২৫০তম কবিতা পারায়ণ উৎসব উৎযাপিত

কবিতা আর ছড়ার ছন্দ ও একরাম হোসেন এলিচ-এর মনোমুগ্ধকর গানের মধ্য দিয়ে জাতীয় কবিতা পরিষদের ২৫০তম কবিতা পারায়ন উৎসব ১০ জানুয়ারী/২০১৫ সন্ধ্যায় স্থানীয় জি.এর রায় রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত  হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, কবি লায়ন সাবিনা আফজা হক লিসু, আবৃত্তিকার আজহারুল হক দুলাল ও এ্যাড. জিতেন্দ্রনাথ রায়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানে  শুভ সূচনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু  ও অতিথি সাবিনা আফজা হক লিসু।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা, ছড়া ও আবৃত্তিতে অংশ নেন কবি ব্রজ গোপাল রায়, বাদল রহমান, মৌসুমি শংকর ঋতা, হাই হাফিজ, জাহিদ হোসেন, নাজমুল হোসেন, রেজাউল করিম জীবন, মতিয়ার রহমান, তৈয়বুর রহমান বাবু, আলী মালেকা, সিরাজুন নাহার সাথী, আফসানা নাহিদ, ওয়ালিউল মজিদ, এস.এম. শহিদুল আলম, প্রত্যয়ী মিজান সহ রংপুরের প্রায় অর্ধ শতাধিক কবি ও ছাড়াকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাহিগঞ্জ প্রেস কাবের সভাপতি বাবলু নাগ, রম্য লেখক মোশাররফ হোসেন রাজু, যুগের আলো পত্র লেখক পরিষদের সভাপতি শাহ আলম। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন বেলাল হোসেন রতন ও বণ্যা বিশ্বাস। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনজিল মুরাদ লাভলু। 

পুরোনো সংবাদ

রংপুর 3118844834224897683

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item