হাড় কাপানো ঠান্ডা ও অবরোধ-হরতালের মতো কর্মসূচিতে জনজীবন বিপন্ন

শাহরিয়ার সাজ্জাদঃ উত্তরবঙ্গের ছোট জনপদে এখন  হাড় কাপানো ঠান্ডা ও অবরোধ-হরতালের মতো কর্মসূচিতে জনজীবন বিপন্নবাজারগুলো প্রতিদিনের মত ভিড় দেখা যাচ্ছে নাতবে চায়ের দোকন গুলোতে বেশ সরগম দেখা যাচ্ছেএই শীতের ঠান্ডা তার সাথে হাওয়া সব মিলে গরীব বস্ত্রহীনদের অবস্থা সবচেয়ে খারাপস্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই এলাকায় গরম কাপড় বিতরণ করছেতবে সেগুলো অপ্রতুলঠান্ডায় দেখা দিচ্ছে ঠান্ডাজনিত রোগ এই ঠান্ডায় শ্রমিকরা কাজও করতে পারছে নাযারা দিনে আনে দিনে খায় তাদের সমস্যা সবচেয়ে বেশীতাদের একজন আলতাফ আলী সে ভ্যান চালায় দিনে আয় ২০০ থেকে ৩০০ এর মততবে তা দিয়ে পরিবারের পাচ জন সদস্যের খাওয়া দাওয়া চালাতে হয়আবার সপ্তাহে ৫০০ টাকার কিস্তি(এন জি ও) এদিকে দেশে হরতাল অবরোধের মত কর্মসূচির জন্য ভাড়াও বেশি পায় না২ দিন থেকে আবার ঠান্ডার জন্য বাইরে যেতে পারছে নামাথায় হাত দিয়ে বলছে,কিস্তি যে কি দিয়ে দিবেতাদের সকলের সমস্যা একই ধরনেরআবু নামের আরেক জন অবরধ হরতাল যাতে দেশ হতে চলে যায় তার জন্য প্রার্থনা করছে, তার সঙ্গে কথা বলতে গেলে বলে, সকাল থেকে না খেয়ে আছি কিছু  কইতে পামু না

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item