নীলফামারীতে দর্জি প্রশিক্ষণের সনদ বিতরন।

আশরাফুল হক কাজল-গতকাল বুধবার উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় এবং ডোমার যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে নীলফামারী জেলার চিলাহাটিতে দর্জি প্রশিক্ষণের সনদ বিতরন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী এর উপপরিচালক দিলগীর আলম,বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ইউএসএস নীলফামারী এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী,যুব উন্নয়ন অধিদপ্তর ডোমার উপজেলা কর্মকর্তা একেএম জিয়াবুল আলম
বক্তব্য রাখেন সমাজ সেবক আজাদুল হক প্রামানিক,ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান আবু তাহের সরকার,যুব উন্নয়ন অধিদপ্তর ডোমার উপজেলার সিএস এসএম বিব মর্তুজা,ইউএসএস চিলাহাটি ক্যাম্পাস প্রকল্পের সমন্বয়কারী কায়কোবাদ হোসেন,সাংবাদিক আপেল বসুনীয়া, আশরাফুল হক কাজল প্রমুখ
উল্লেখ্য, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় যুব উন্নয়ন অধিদপ্তর ডোমার এর ব্যবস্থাপনায় মাস ব্যাপী প্রশিক্ষনে ৩০ জন মহিলা প্রশিক্ষন সনদ পত্র গ্রহন করেন 
প্রশিক্ষনের ব্যাপারে যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী এর উপপরিচালক দিলগীর আলম বলেন,প্রশিক্ষিত যুবমহিলাগন তাদের প্রশিক্ষনলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মে নিয়োজিত হবে এবং পরিবার দেশের উন্নয়নে অবদান রাখবে


পুরোনো সংবাদ

রংপুর 5802007593357196358

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item