বগুড়ায় সিরামিক ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

 বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে এবি সিরামিক নামের একটি সিরা-মিক ফ্যাক্টরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত এবং কমপৰে ৮জন আহত হয়েছে নিহত শ্রামিকের নাম আব্দুল আলীম (২৬) তার বাড়ী সদরের দাড়িয়াল এলাকায় শনিবার পুরে এই ঘটনাটি ঘটেছে উপজেলার বাবলা-তলা এলাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে আশংকা করা হয়েছে

নীয় একটি সূত্রে জানা গেছে, শনিবার কাহালুর এবি সিরামিক নামের ওই সিরামিক ফ্যক্টরীতে ভারতীয় একজন প্রকৌশলীর উপসি’-তিতে মেশিন যন্ত্রপাতির রৰণা-বেৰন এবং মেরামতের কাজ চলছিল মেরামতের কারণে সেখানে উৎপাদনের কাজ বন্ধ থাকলেও সেখানে কাজ করছিল বেশ কয়েক-জন শ্রমিক আনুমানিক বেলা ২টার দিকে মেরামত করার সময় সেখানের একাধিক  কয়লার গ্রাস সিল্ডিন্ডার বিস্ফোরন ঘটে এতে করে সেখানে কর্মরত মিল শ্রমিক মারাত্বক ভাবে ঝলছে যায় পরে তাদের গুরম্নত্বর অবস বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজি-মেক) হাসপাতালে নিয়ে আসা হলে আলীম নামের ওই শ্রমিক মারা যায় এদিকে অন্য একটি সূত্রে ঘটনাসলে আরো একজন শ্রমিকের মৃত্যু দাবী করে বলা হয়েছে নিহতের সংখ্যা গোপণ করা হয়েছে
এব্যপারে ফ্যাক্টরি কর্তৃপৰের গোপ-নীয়তা রৰা করার কারণে বিসৱারিত জানা যায়নি নীয় কাহালু থানার অফিসার ইনচার্জ (প্রশাসনস) উজ্জল কুমার  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরম্নতর আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item